CPIM: তৃণমূলের ব্রিগেডের দিন দশে ১০ কর্মসূচি নিয়ে পথে নামছে CPIM! কোথায় কবে সভা দেখুন

People's Reporter: ১০ মার্চ সাতটি জায়গায় বড় বড় সভা করবে বামেরা। ভগবান গোলা, কৃষ্ণনগর, সিঁথি, বুদবুদ, বৈদ্যপুর, রামপুরহাট এবং উলুবেড়িয়াতে সভা রয়েছে বামেদের।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

দশে ১০ কর্মসূচির দিন ও স্থান ঘোষণা করলো সিপিআইএম। আর এই সভাগুলির মাধ্যমেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিতে চাইছে বামেরা।

কোথায় কবে কবে সভা করা হবে তা বৃহস্পতিবার প্রকাশ করেছে সিপিআইএম। সেই তালিকায় দেখা যাচ্ছে, ৯ মার্চ ফুলবাড়ী এবং লাউহাটিতে। ফুল বাড়ীরর সভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মদম্মদ সেলিম। লাউহাটিতে থাকবেন, সুজন চক্রবর্তী, তুষার ঘোষ, প্রতীকউর রহমানরা।

১০ মার্চ সাতটি জায়গায় বড় বড় সভা করবে বামেরা। ভগবান গোলা, কৃষ্ণনগর, সিঁথি, বুদবুদ, বৈদ্যপুর, রামপুরহাট এবং উলুবেড়িয়াতে সভা রয়েছে বামেদের। মুর্শিদাবাদের ভগবানগোলায় প্রধান বক্তা হিসেবে থাকবেন মহম্মদ সেলিম। নদীয়ার কৃষ্ণনগরে থাকবেন মীনাক্ষী মুখার্জি, কনীনিকা বোস ঘোষ। সিঁথিতে বক্তব্য রাখবেন পলাশ দাশ, মীনাক্ষী মুখার্জি। বর্ধমানের বুদবুদে বক্তব্য রাখবেন আভাস রায় চৌধুরী, দীপ্সিতা ধর। বর্ধমানের বৈদ্যপুরের সভায় প্রধান বক্তা হিসেব থাকবেন, শতরূপ ঘোষ, অমল হালদার। বীরভূমের রামপুরহাটে থাকবেন সুজন চক্রবর্তী, ধ্রুবজ্যোতি সাহা, রামচন্দ্র ডোম। উলুবেড়িয়ার সভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন বিমান বসু।

১১ মার্চ সন্দেশখালি এবং মেখলিগঞ্জে সভা করবে সিপিআইএম। সন্দেশখালিতে বক্তা হিসেবে থাকবেন সুজন চক্রবর্তী, দেবলীনা হেমব্রম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং নিরাপদ সরদার। মেখলিগঞ্জে বক্তা হিসেবে রাখা হয়েছে মীনাক্ষী মুখার্জিকে।

বামেদের দাবি, গোটা রাজ্যে সাম্প্রদায়িকতা, দুর্নীতি, দুষ্কৃতীরাজের বিরুদ্ধে চলছে নীবিড় প্রচার চালাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র এই প্রচারাভিযান চালাবে বামেরা।

উল্লেখ্য, ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই সমাবেশের পোশাকি নাম দেওয়া হয়েছে 'জনবর্জন সভা'। আগেই ওই দিন একাধিক বড় সভা করার কথা ঘোষণা করেছিল সিপিআইএম।

ছবি প্রতীকী
John Barla: 'শুভেন্দুই মূল কালপ্রিট', লোকসভার টিকিট না পেয়ে ক্ষুব্ধ বিদায়ী সাংসদ জন বার্লা
ছবি প্রতীকী
CPIM: নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে বামেদের নয়া উদ্যোগ ‘জনতার কেসবুক’

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in