Raiganj: পুজো কার্নিভালে গোরুর তাণ্ডব! মৃত ১, আহত বহু, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

স্থানীয় সূত্রে খবর, গোরুর ধাক্কায় আহত হন ২৫ জনেরও বেশি। যদিও প্রশাসন সূত্রে জানা যাচ্ছে প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
রায়গঞ্জ পুজো কার্নিভাল
রায়গঞ্জ পুজো কার্নিভালছবি - নিজস্ব

রায়গঞ্জে পুজোর শোভাযাত্রায় দুর্ঘটনা। গোরুর ধাক্কায় আহত ২৫ জনেরও বেশি। একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে পরে মৃত্যু হয়।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। পুজোর কার্নিভালে গোরুর গাড়ির ব্যবহার করেই ঘটল বিপত্তি। গোরুর গাড়ির ওপর প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। শোভাযাত্রা দেখতে ভিড়ও হয় দর্শনার্থীদের। ব্যস্ত সময়ে হঠাৎ তিনটি গোরুর গাড়ির মধ্যে একটিতে সমস্যা দেখা দেয়। প্রতিমা ফেলে রেখেই ভিড়ের মধ্যে চারিদিকে ছুটতে থাকে গোরু। বহু প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও পরে আবার একই ঘটনা ঘটে।

গোরু দর্শকদের দিকে ছুটতে শুরু করে। রীতিমতো ভয় পান সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে খবর, গোরুর ধাক্কায় আহত হন ২৫ জনেরও বেশি। যদিও প্রশাসন সূত্রে জানা যাচ্ছে প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ৩ জনের অবস্থা খারাপ হওয়ায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ভারত সেবক সংঘের সভাপতি সাধন কর্মকারে অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

চিকিৎসক বিদ্যুৎ ব্যানার্জী বলেন, মৃত ব্যক্তির মাথার পেছনে গুরুতর আঘাত ছিল। মাথার হাড়ে মূলত আঘাতটা লাগে। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। তাঁকে বাঁচানোর সমস্ত চেষ্টাই করা হয়েছে।

উত্তর দিনাজপুরের জেলা শাসক বলেন, খুবই দুঃখজনক ঘটনা। কার্নিভালের একদম শেষ মুহূর্তে একটি ক্লাব গোরুর গড়ি নিয়ে অংশগ্রহণ করে। তখনই এই দুর্ঘটনা ঘটে। গোরুগুলি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ৮ জন আহত। তার মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এইবারে ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার জন্যই ক্লাবগুলি ভিন্ন ভিন্ন উপায়ে অংশ নিয়েছিল। আমরা পশু নিয়ে ঢোকার ব্যাপারটা তদন্ত করব।

রায়গঞ্জ পুজো কার্নিভাল
প্রশাসনের খামখেয়ালিতেই মাল নদীতে এতগুলো প্রাণের সলিলসমাধি, অভিযোগ বামেদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in