ষড়যন্ত্র করে হারাতে চেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অভিযোগ বিজেপি বিধায়কেরই

কয়েকদিন আগেই বেসুরো বেজেছিলেন বিজেপির রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবার সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে তাঁর বিরোধ প্রকাশ্যে চলে এল।
ষড়যন্ত্র করে হারাতে চেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অভিযোগ বিজেপি বিধায়কেরই
ফাইল চিত্র - সংগৃহীত

বিধানসভা নির্বাচনে তাঁকে হারাতে ষড়যন্ত্র করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিসে থাকা বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবি ঢাকা হয় দু'দিন আগে। আর এই ঘটনায় বিজেপির অন্তর্কোন্দল ফের প্রকাশ্যে চলে এল।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণ বলেন, 'আমাকে ষড়যন্ত্র করে হারাতে চেয়েছিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। কিন্তু রায়গঞ্জের মানুষের আশীর্বাদ আর ভালোবাসায় আমি রায়গঞ্জ থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছি।' তাঁর কটাক্ষ, 'দেবশ্রী চৌধুরী মনে করতেন, উনি নাকি রাজ্যে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন। তাই রায়গঞ্জ বিধানসভা থেকে নিজেই নির্বাচনে লড়তে চেয়েছিলেন উনি। কিন্তু তা না হওয়ায় নাগাড়ে ষড়যন্ত্র করে চলেছেন আমার বিরুদ্ধে।'

ভোট পরবর্তী গেরুয়া শিবির নাজেহাল বিধায়ক-সাংসদ, নেতা-নেত্রীদের বিরোধ মেটাতে। কয়েকদিন আগেই বেসুরো বেজেছিলেন বিজেপির রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবার সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে তাঁর বিরোধ প্রকাশ্যে চলে এল। ইতিমধ্যেই বিজেপির জেলা নেতৃত্বর সঙ্গে দূরত্ব বাড়িয়ে রায়গঞ্জের বিধায়ক দলীয় কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এখন প্রশ্ন, তবে কি কৃষ্ণ কল্যাণী দলবদলের পথেই হাঁটছেন। জল্পনা রায়গঞ্জের বিজেপি বিধায়ক বলেন, 'অন্য রাজনৈতিক দল থেকে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।' কৃষ্ণ কল্যাণীর এহেন মন্তব্য নিয়ে সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, 'কৃষ্ণর মানসিক সমস্যা হয়েছে। আমি ওর ব্যাপারে কিছু বলব না। আমি সংগঠন করে উঠে এসেছি। তাই আলপটকা মন্তব্যের কোনও জবাব দিতে চাই না।'

পাল্টা কৃষ্ণ কল্যাণী বলেন, 'কেউ কিছু হারালে ডিপ্রেশন হয়। আমি কিছু হারাইনি। উনি হারিয়েছেন। তাই ডিপ্রেশন বা মানসিক অবসাদ ওনার হওয়ার কথা। কারণ ওনার মন্ত্রিত্ব চলে গিয়েছে!'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in