বিক্ষোভে অগ্নিমিত্রা পাল
বিক্ষোভে অগ্নিমিত্রা পালছবি সৌজন্যে অগ্নিমিত্রা পালের ফেসবুক

রানিগঞ্জের কয়লাখনিতে ধস, তিনজনের দেহ উদ্ধার পুলিশের, রাত পেরিয়ে সকালেও বিক্ষোভে অগ্নিমিত্রা পাল

People's Reporter: ঘটনাস্থল থেকে বিক্ষোভের 'লাইভ' করেন অগ্নিমিত্রা পাল। ফেসবুকে তিনি দাবি করেছেন সাতটি দেহ উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত এবং আরও অনেকে আটকে আছেন।

রানিগঞ্জে খোলামুখ কয়লাখনিতে ধস নামার ঘটনায় তিনজনের দেহ উদ্ধার করলো পুলিশ। যদিও স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের দাবি সাত থেকে ১০ জন চাপা পড়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) এসএস কুলদীপ জানিয়েছেন, ‘‘ভোররাতে তিন জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই দেহগুলিকে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।’’

বুধবার বিকেলে ইসিএল কুনুস্তরিয়া এরিয়ার অন্তর্গত রানিগঞ্জের নারায়ণ কুড়ি খনিতে ধস নামে। তাতে বেশ কয়েকজনের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। অবৈধ ভাবে কয়লা সংগ্রহে নেমেছিল চাপা পড়া ব্যক্তিরা বলে জানা যায়। প্রথমে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার না করলেও, স্থানীয়দের চাপের মুখে পড়ে উদ্ধারকাজ শুরু করে।

রাতেই ঘটনাস্থলে যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলেন তিনি। এরপর অবিলম্বে দেহগুলি উদ্ধারের দাবি জানিয়ে আসানসোলের সাহেবগঞ্জ মোড়ে দলীয় পতাকা এবং কর্মীদের নিয়ে ধর্নায় বসেন তিনি। ঘটনাস্থল থেকে বিক্ষোভের 'লাইভ' করেন। ফেসবুকে তিনি দাবি করেছেন সাতটি দেহ উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত এবং আরও অনেকে আটকে আছেন। এই সমগ্র ঘটনায় ইসিএল এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।  ভোররাতে এলাকা ছাড়েন তিনি। এরপর বৃহস্পতিবার সকাল থেকে রানিগঞ্জ থানা ঘেরাও করেন তিনি।

ফেসবুকে তিনি বলেন, "বাংলায় কোনো কর্মসংস্থান নেই, গরিব মানুষরা পেটের দায়ে কয়লা চুরি করছে, কিন্তু পুলিশ-প্রশাসনের কোনো ভূমিকা নেই! নারায়ণগুড়িতে কয়লা খনিতে ধস নামার ফলে গরিব মানুষরা সেখানে আটকে পড়ে, কিন্তু পুলিশ কোনো সহযোগিতা করছে না, কারণ এই অবৈধভাবে কয়লা চুরির টাকার ভাগ কলকাতার শান্তিনিকেতনে ও কালীঘাটে পৌছায়।"

বিক্ষোভে অগ্নিমিত্রা পাল
একতরফাভাবে সিদ্ধান্ত নিলে তা ভুল হতে বাধ্য, রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদ খুইয়ে দাবি শান্তনু সেনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in