বাড়ল রক্ষাকবচের মেয়াদ, কয়লা পাচার কান্ডের অন্যতম অভিযুক্ত 'লালা'র সাময়িক স্বস্তি

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ১৬ এপ্রিল অবধি তাঁকে গ্রেফতার করা যাবে না।
অনুপ মাঝি ওরফে লালা
অনুপ মাঝি ওরফে লালাছবি- ফাইল ( সংগৃহীত)
Published on

১৫ই এপ্রিল, কলকাতা- কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা কিছুটা স্বস্তি পেলেন। সুপ্রিম কোর্ট তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়াল ১২ দিন। রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ১৬ এপ্রিল অবধি তাঁকে গ্রেফতার করা যাবে না। প্রসঙ্গত, নিজাম প্যালেসে একাধিকবার তাঁকে জিজ্ঞাবাদ করা হয়। কিন্তু তাতে কয়লা পাচারের তদন্ত প্রক্রিয়া খুব একটা এগোয়নি বলে জানা গিয়েছে। এরপরে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না। তাতেই কিছুটা স্বস্তি মিলল তাঁর।

আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা থাকলেও রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় লালাকে আর হাজিরা দিতে হবে না। অন্যদিকে, সিবিআই সূত্রের জানা গিয়েছে, রাজ্যে কয়লা পাচার কাণ্ডে নতুন সাক্ষী জোগাড় করে তদন্তে করতে চাইছে সিবিআই।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in