

বিধানসভা নির্বাচনের এখনও বাকি দুই পর্ব। সপ্তম দফার ভোট আগামীকাল সোমবার। তার ঠিক আগেই ভাটপাড়ায় রিলায়েন্স জুটমিল বন্ধের নোটিশ ঘিরে চাঞ্চল্য দেখা দিল এলাকায়। এর ফলে কাজ হারালেন প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। শ্রমিকদের নামে অসহযোগিতার অভিযোগ তুলে কারখানা বন্ধের নোটিশ ঝোলানো হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ দেখান।
জানা গিয়েছে, ভাটপাড়া রিলায়েন্স জুটমিল বন্ধের নোটিশ দেওয়া হয় রবিবার সকালে। শ্রমিকরা কাজে এসে দেখেন তালা বন্ধ। শ্রমিকদের অসহযোগিতার জন্য কারখানা বন্ধ করা হচ্ছে, লিখে ঝোলানো হয়েছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় বিভিন্ন জিনিসপত্র ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। ভাঙচুর করেন কংগ্রেস, বিজেপির পার্টি অফিস। ঘটনাস্থলে দমকল এলে তাদের বাধার মুখে পড়তে হয়। দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয় ঘোষপাড়া রোড। যদিও পরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এই ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এই প্রতিবেদন লেখার সময়ও ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়নি।
শ্রমিকদের দাবি, সব রকম সহযোগিতা করলেও সঠিক কারণ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই প্রতিবাদ জানাতে বিক্ষোভের পথ বেছে নিয়েছেন তাঁরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন