

বিজেপির এক যুবনেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। মৃতের নাম রাজু সরকার। দলের সাংগঠনিক বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দলের হেস্টিংস অফিসে। বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি ছিলেন রাজু।
অসমর্থিত সূত্র মারফৎ জানা গিয়েছে, সাংগঠনিক বৈঠকে একাধিক ইস্যুতে প্রথমে বচসা হয়। তা থেকেই উত্তেজনা ছড়ায়। সেইসময় বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন রাজুবাবু। এরপর প্রয়োজনে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রায় সঙ্গে সঙ্গে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান।
কিন্তু সেখানে বেড পাওয়া যায়নি। তারপর তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে বৈঠকে উত্তেজনার জেরে রাজু অসুস্থ হয়ে পড়েছিলেন, না সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে অসুস্থতা স্পষ্ট নয়। দফতরে ঠিক কী হয়েছিল, তাও স্পষ্ট করে জানা যায়নি দলীয় সূত্রে।
এদিকে, কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। বৈঠকে আসলে ঠিক কী ঘটেছিল জানতে তৎপর কলকাতা পুলিশ। তাই স্বতঃপ্রণোদিত হয়েই দায়ের করেছে মামলাটি। লালবাজারের গুন্ডা দমন শাখার তরফে তদন্তও শুরু হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, বিজেপির হেস্টিংস অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে তারা। কীভাবে হাতহাতির ঘটনার সূত্রপাত, সেই ফুটেজ খতিয়ে দেখবেন তদন্তকারীরা। যদিও রাজুর পরিবার এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ জানায়নি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন