

ভোট পরবর্তী হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা কথা ঘোষণা করেছেন। ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এক্ষেত্রে কোনো দল, ধর্ম, জাত দেখা হবে না।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ক্ষতিপূরণ দিতে চলেছি নির্বাচন পরবর্তী হিংসার বলি যাঁরা হয়েছেন তাঁদের পরিবারকে। ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এক্ষেত্রে কোনো রং, দল, জাত, ধর্ম দেখা হবে না। প্রত্যেক মৃত্যুই দুঃখজনক। ক্ষতিপূরণ দিয়ে সেই দুঃখ মেটানো যায় না। তবু আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।"
ভোট পরবর্তী হিংসায় রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আজই রাজ্যে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চার প্রতিনিধি দল। এই বিষয়টিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যে অক্সিজেন-ভ্যাকসিন না থাকলে তো কেন্দ্রীয় দল আসে না? দিল্লির দাঙ্গার পর কেন্দ্রীয় দল আসেনি। নতুন সরকার ক্ষমতায় এসেছে এখনো ২৪ ঘন্টা হয়নি। এর মধ্যে চিঠি পাঠাচ্ছে, কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে, নেতারা আসছেন। আসলে বিজেপি মানুষের রায় মেনে নিতে রাজি নয়। আমি অনুরোধ করছি সংযত হোক বিজেপি, মানুষের রায় মেনে নিক।
গত ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের একাধিক জায়গায় হামলা পাল্টা-হামলার ঘটনা ঘটেছে। ভোট পরবর্তী হিংসার জেরে প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তৃণমূল, বিজেপি, সিপিআইএম সব দলের কর্মী রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ শাসকদলের দিকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন