বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ৭ দিনের মধ্যে মূল্যায়ন নিয়ে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী
ফাইল ছবি- সংগৃহীত

বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ৭ দিনের মধ্যে মূল্যায়ন নিয়ে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, "৩৪ হাজার ই-মেইল পেয়েছে রাজ‍্য সরকার। সেই সিদ্ধান্তের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হলো।"
Published on

শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা। বাতিল উচ্চমাধ্যমিকও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একথা ঘোষণা করেছেন। জনমতের ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষার্থীদের নাম্বার দেওয়া হবে। তবে কীভাবে এই মূল্যায়ন তা এখনও জানা যায়নি।

আগামী ৭ দিনের মধ্যে এই বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, "৩৪ হাজার ই-মেইল পেয়েছে রাজ‍্য সরকার। সেই সিদ্ধান্তের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হলো।" করোনা পরিস্থিতিতে মাধ্যমিক-উচ্চমাধ‍্যমিক পরীক্ষা করা যাবে কিনা এই নিয়ে ইমেইলে জনগণের মতামত জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন, প্রায় ৮৩ শতাংশ মানুষ চাইছেন উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হোক এবং ৭৯ শতাংশ মানুষ চাইছেন মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হোক।

মুখ্যমন্ত্রী আজ বলেন, "প্রত‍্যেকের মতামত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ কমিটিও বলছে এই সময় পরীক্ষা না নেওয়া উচিত। অনেক স্কুল সেফ হাউস হয়ে আছে। তাই আমরা এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না।" তিনি আরো বলেন, "কিন্তু মূল্যায়ন হবে। মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা সংসদ এবং শিক্ষা দফতর একসঙ্গে বসে তা ঠিক করবে। ৭ দিনের মধ্যে তা জানিয়ে দেওয়া হবে। পড়ুয়াদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখা হবে।"

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in