BJP: বিক্ষুব্ধদের নিয়ে আলাদা মঞ্চ তৈরির প্রস্তুতি, সময়মতো 'বোমা' ফাটানোর হুঁশিয়ারি শান্তনুর

শান্তনু বলেন - মতুয়া সম্প্রদায়ের পাশাপাশি এসটি, ওবিসিদেরও অবহেলা করা হয়েছে। যাঁরা বিজেপিকে ২ শতাংশ থেকে ৪০ শতাংশ করল, তাঁদের কেন হঠাৎ মুছে দেওয়া হল জানতে চাই।
নরেন্দ্র মোদীর সঙ্গে শান্তনু ঠাকুর
নরেন্দ্র মোদীর সঙ্গে শান্তনু ঠাকুর ফাইল চিত্র
Published on

বাংলায় বিজেপির নতুন গঠিত কমিটি নিয়ে বিতর্ক এখনই কমবে না, তা থেকে সহজে পিছু হঠবেন না। শনিবার পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠকের পর জয়প্রকাশ মজুমদারকে সঙ্গে নিয়ে এদিন তা স্পষ্ট করে দিলেন শান্তনু ঠাকুর। তাঁর দাবি, কোনও নেতা সংগঠনকে দখলে রাখতে চাইছেন। তাই যে কমিটি করেছেন তাতে ৯০ শতাংশ কাজের লোককে বাদ দিয়েছেন। পাশাপাশি সময়মতো বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও কী বোমা, তা স্পষ্ট করেননি।

শান্তনু ঠাকুরের কথায়, 'আমাদের উদ্দেশ্য, প্রধানমন্ত্রী ও বিজেপির হাতকে মজবুত করা। কিন্তু বঙ্গ বিজেপির বর্তমান কমিটি দেখে আমার মনে হয় না, এটি বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে পারে। উপরের নেতাদের ভুল বার্তা দিয়ে কমিটি তৈরি হয়েছে। আমরা বিজেপির জন্য অশনি সঙ্কেত দেখছি। আমরা এর মোকাবিলা করব।'

তাঁর অভিযোগ, যাঁরা এই কাজ করেছেন, তাঁদের কোনও দলের সঙ্গে যোগ আছে। শান্তনুর কথায়, 'তাই কারও কথা চিন্তা না করে বিজেপিতে থাকা ৯০ শতাংশ মানুষকে বাদ দিয়ে কমিটি করেছে। এটা বিজেপির জন্য ক্ষতিকর নয়? বিজেপির ক্ষতি রুখতেই আমরা একত্রিত হয়েছি। মতুয়া সম্প্রদায়ের পাশাপাশি এসটি, ওবিসিদেরও অবহেলা করা হয়েছে। যাঁরা বিজেপিকে ২ শতাংশ থেকে ৪০ শতাংশ করল, তাঁদের কেন হঠাৎ মুছে দেওয়া হল জানতে চাই। আমার মনে হয় না এই কারণগুলো ঊর্ধ্বতন নেতৃত্বের মাথায় আছে। সামনে উত্তর প্রদেশে ভোট রয়েছে। তাই আমি কিছু বলিনি।'

এদিন নাম না করে এক নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শান্তনু বলেন, 'তাঁকে আমি হাইলাইট করতে চাই না। তবে তাঁর একার জন্য পুরো বিজেপিকে ধ্বংস হয়ে যেতে দেব না। অবশ্যই আমরা ওই ব্যক্তির অপসারণ চাই।' ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন বলে জানান। তাঁর হুঁশিয়ারি, 'আমরা চাই দলকে মজবুত করতে। আমি বম্ব ব্লাস্ট করব কোথায় সেটা সময় হলেই জানতে পারবেন। তবে এমন নয় যে পার্টি ছেড়ে দিতে হবে। বম্ব ব্লাস্ট করার অনেক রকম উপায় আছে।'

শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায় ও পিআর ঠাকুরের নামে নতুন মঞ্চ তৈরি করতে চলেছেন তাঁরা। শনিবার শান্তনু ঠাকুরের সামনেই এই নতুন মঞ্চ তৈরির খসড়া প্রস্তুত হয় বলে বিজেপি সূত্রের খবর। সূত্রের দাবি, সামনের সপ্তাহে বিজেপির ১০ জন সাংসদ ও ৩০ জন বিধায়ককে নিয়ে বিশেষ বৈঠক হতে পারে। বিজেপির শীর্ষ নেতৃত্ব বিক্ষুব্ধদের প্রস্তাব মেনে না নিলে নতুন মঞ্চ আত্মপ্রকাশ করবে। জানা গিয়েছে, সামনের সপ্তাহে আবার বৈঠকে বসবে ওই কোর টিম।

নরেন্দ্র মোদীর সঙ্গে শান্তনু ঠাকুর
BJP: শান্তনু ঠাকুরের বাড়িতে গোপন বৈঠক জয়প্রকাশ, সায়ন্তনদের - বিক্ষুব্ধরা কী সদলবলে তৃণমূলে!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in