সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট, সোনারপুর থেকে গ্রেফতার সক্রিয় বিজেপি কর্মী

ধৃতের নাম শ্যামল দাস। তিনি এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলেই পরিচিত।
সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট, সোনারপুর থেকে গ্রেফতার সক্রিয় বিজেপি কর্মী
ফাইল ছবি

ভোট-পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যে। তারই মধ্যে নানা জায়গা থেকে হিংসায় মদত দেওয়া, উস্কানিমূলক মন্তব্য করে হিংসা ছড়ানোর অভিযোগ উঠছে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ফের এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে আজ সকালে সোনারপুরের ঘাসিয়াড়ায় বাড়ি থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম শ্যামল দাস। তিনি এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলেই পরিচিত। তাঁর জলের ব্যবসা আছে। আজই তাঁকে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জেলা বিজেপি অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিজেপি উস্কানিমূলক কাজকর্মকে প্রশ্রয় দেয় না। কিন্তু ওই যুবক উস্কানিমূলক কাজ করলে সরকারের উচিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী সময় তৃণমূল বিজেপির ওপর হামলা করছে। বদনাম করার চেষ্টা করছে। তৃণমূলই এসব কাজ করছে।

অন্যদিকে, তৃণমূল কোনও মন্তব্য না করলেও মনে করছে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাধা সৃষ্টি করে বাংলায় বিভাজন তৈরি করার চেষ্টা করছে বিজেপি। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আর কেউ জড়িত আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in