দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়
দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়ফাইল চিত্র

মুকুলকে টুইটারে ফলো করলেন বাবুল, কটাক্ষ দিলীপের - রাজ্য সভাপতির সামনেই দলীয় কোন্দল প্রকাশ্যে

বিজেপির জেলা যুব মোর্চার সহ-সভাপতি ইন্দ্রনীল গোস্বামীকে মিটিংয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে

একদিকে মন্ত্রিত্ব চলে যাওয়ার পর একপ্রকার চুপ হয়ে যাওয়া। অন্যদিকে, মুকুল রায়কে টুইটারে ফলো করা। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র সাম্প্রতিক এই দুই অবস্থা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'আমাকেও অনেকে ফলো করে। কী বলবেন, ফলো কেউ কাউকে করতেই পারেন। অন্যরকম ভাবে ফলো না করাই ভালো।' ইদানিং বাবুলকে বিজেপির কর্মসূচিতেও সেরকম দেখা যাচ্ছিল না। দিলীপ ঘোষের সরস মন্তব্য, 'মন্ত্রিত্ব থেকে মুক্তি পেয়েছেন, এবার থাকবেন আমাদের সঙ্গে।'

বৈঠকে ছিলেন না বাবুল। তা নিয়ে দিলীপের কটাক্ষ, 'জেলা ও মণ্ডল নিয়ে কর্মসূচি। সবাইকে খবর দেওয়া হয়েছিল। সবাই উপস্থিত আছেন। সাংসদকেও খবর দেওয়া হয়েছিল। উনি সব মিটিংয়ে থাকেন না। আমিও এসেছি অনেকবার। ওনাকে পাইনি। মন্ত্রিত্ব থেকে মুক্তি পেয়েছেন। এবার থাকবেন আমাদের সঙ্গে।'

অন্যদিকে, মঙ্গলবারই বিজেপি রাজ্য সভাপতির সামনে বিজেপির কোন্দল প্রকাশ্যে চলে আসে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রনীল গোস্বামী। তারপরেই কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা হওয়ার পথে জানান, দল উপযুক্ত ব্যবস্থা নেবে, প্রয়োজন হলে তাড়িয়েও দেবে। দিলীপ ঘোষ বলেন, 'ওখানে ওনার আসার কথা ছিল না। ইচ্ছা করে জোর করে ঢুকছিলেন। কিছু লোক ইচ্ছা করে বিরক্ত করছে। দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।'

বিজেপির জেলা যুব মোর্চার সহ-সভাপতি ইন্দ্রনীল গোস্বামীকে মিটিংয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। তাঁর অভিযোগ, পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তোলাবাজদের নিয়ে দল চালাচ্ছেন। দলের প্রকৃত কার্যকর্তাদের সম্মান দেওয়া হচ্ছে না। তার জেরেই বিধানসভা নির্বাচনে খারাপ ফল। বিষয়টি তিনি নেতৃত্বকে বারবার জানিয়েছেন বলে দাবি করেন।

ইন্দ্রনীল গোস্বামীর আরও অভিযোগ, দলের খারাপ সময়ে তিনি পাশে ছিলেন। কিন্তু তাঁকেই এখন কোনও বৈঠকে ডাকা হয় না। ভিডিওতে দেখা যাচ্ছে, ইন্দ্রনীল গোস্বামীকে পার্টি অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in