Asansol: জেলা সম্পাদক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন, এবার অভিমানে পদ ছাড়লেন বিজেপি নেত্রী

উল্লেখ্য, বিধানসভা ভোটের পর বুধবার প্রথম বৈঠকে বসে বিজেপির আসানসোল জেলা কমিটি। সেই বৈঠকে ছিলেন না সুধা দেবী।
সুধা দেবী
সুধা দেবীছবি- ফেসবুক প্রোফাইল

এবার বিজেপির জেলা সম্পাদকের পদে ইস্তফা দিলেন নেত্রী সুধা দেবী। তিনি শুধু কর্মী হিসাবেই কাজ করতে চান। নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করলেন তিনি। তাতেই জল্পনা তৈরি হয়েছে আসানসোল জেলা রাজনীতিতে। সুধা দেবী পোস্টে লিখেছেন, 'আসানসোল বিজেপির জেলা কমিটি ও ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রধান পদে ইস্তফা দিচ্ছি। আমি এখন থেকে সাধারণ কর্মী হিসাবে কাজ করব।'

কয়েকদিন আগেই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে পদ্ম ছেড়ে ঘাসফুলে গিয়েছেন বিজেপির জেলা সম্পাদক মদনমোহন চৌবে। সেই রেশ কাটতে না কাটতেই এবার বাবুল গড়ে পদ ছাড়লেন আরও এক হেভিওয়েট। প্রকাশ্যে মুখ না খুললেও দলীয় সূত্রে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই অভিমান ভেঙে নিজের পুরোনো দায়িত্বে ফিরবেন সুধা দেবী।

উল্লেখ্য, বিধানসভা ভোটের পর বুধবার প্রথম বৈঠকে বসে বিজেপির আসানসোল জেলা কমিটি। সেই বৈঠকে ছিলেন না সুধা দেবী। বৈঠকের আগেই ফেসবুকে নিজের সরে দাঁড়ানোর কথা পোস্ট করেন তিনি। যদিও দলের প্রাথমিক সদস্যপদ ছাড়েননি।

সংবাদমাধ্যমকে সুধা দেবী বলেন, 'আট বছর ধরে দলের কাজ করছি। এই প্রথমবার বিধানসভা ভোটে কোনও কাজে লাগানো হল না। দুই মাস হতে চলল। অথচ কেউ হার নিয়ে চিন্তিত নন। কেন হারলাম, তা নিয়ে আত্মসমালোচনামূলক বৈঠক হয়নি। কীভাবে সংগঠনকে মজবুত করে এগিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়েও কারওর মাথাব্যথা নেই। তাই আমি নিজেকে সরিয়ে নিলাম।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in