Anis Khan Case: জামিনে মুক্ত মীনাক্ষী মুখার্জি সহ ১৬ বাম ছাত্র-যুব নেতা

প্রায় ১০ দিন ‌পর জামিন পেলেন মীনাক্ষী মুখার্জি। ছাত্রনেতা আনিস খানের হত‍্যার অভিযুক্তদের শাস্তি চেয়ে মিছিল করায় গত ২৬ ফেব্রুয়ারি মীনাক্ষী সহ ১৬ জন বাম ছাত্র-যুব নেতাকে গ্রেফতার করে পুলিশ।
মীনাক্ষী মুখার্জি
মীনাক্ষী মুখার্জিসৌজন্যে - ফেসবুক প্রোফাইল
Published on

প্রায় ১০ দিন ‌পর অবশেষে জামিন পেলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। ছাত্রনেতা আনিস খানের হত‍্যার অভিযুক্তদের শাস্তি চেয়ে মিছিল করায় গত ২৬ ফেব্রুয়ারি মীনাক্ষী সহ ১৬ জন বাম ছাত্র-যুব নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। অবশেষে মীনাক্ষী সহ ১৬ জনকেই জামিন দিল হাওড়ার ম‍্যাজিস্ট্রেট আদালত।

জামিনের বিষয়টি জানিয়েছেন ডিওয়াইএফআই রাজ‍্য সভাপতি ধ্রুবজ‍্যোতি সাহা। তবে এই নিয়ে দলীয় কর্মীদের কোনো মিছিল করতে বা উত্তেজনা ছড়াতে নিষেধ করেছেন তিনি, কারণ রাজ‍্যে মাধ‍্যমিক পরীক্ষা চলছে। ফেসবুক লাইভে ধ্রুবজ‍্যোতি সাহা বলেন, "মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জনকে জামিন দেওয়া হয়েছে। রাজ‍্যের সমস্ত কর্মীদের বলছি মাধ‍্যমিক পরীক্ষা চলছে, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। আমাদের মূল লক্ষ্য আনিস খানের দোষীদের শাস্তি দেওয়া। সেই জায়গায় আমাদের অনড় থাকতে হবে। রাজ‍্যজুড়ে এই বার্তা ছড়িয়ে দিতে হবে যে আমাদের মারুক, জেলে পাঠাক, খুন করুক - কোনো কিছুর তোয়াক্কা আমরা করি না‌। আনিস খানের হত‍্যাকারীদের শাস্তির দাবিতে আমাদের লড়াই চলবে।"

আনিস খানের হত‍্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় এসএফআই-ডিওয়াইএফআই কর্মীরা। ব‍্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করা হলে তাদের সাথে ধস্তাধস্তি বাধে পুলিশের। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ‍্যাসের সেলও ফাটানো হয়।

পাল্টা পুলিশ অভিযোগ করে, তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই মীনাক্ষী সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়।

এর আগে দু'বার আদালতে মীনাক্ষীদের জামিনের বিষয়টি ওঠে। দুবারই তা খারিজ করে দিয়ে ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় হাওড়া আদালত। মীনাক্ষীদের জামিন চেয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুনানির পর শর্তসাপেক্ষে মীনাক্ষীদের জামিন মঞ্জুর করেছে আদালত। বলা হয়েছে, তদন্তের স্বার্থে যখনই ডাকা হবে তখনই হাজিরা দিতে হবে তাঁদের।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in