তারকেশ্বরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ
এক নাবালিকার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাতে আসা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে তারকেশ্বরের রামনগর এলাকায়।
স্থানীয় প্রশাসন ১৬৮ নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে আটজন জওয়ানের থাকার ব্যবস্থা করে। অভিযোগ, সোমবার রাত আটটা নাগাদ এক নাবালিকা বন্ধুর কাছ থেকে বই আনার জন্য বাড়ি থেকে বেরোয়। তখন একা পেয়ে মুখে চাপা দিয়ে তাকে একটি বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। শুধু তাই নয়, টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার সঙ্গে যৌন নির্যাতনের চেষ্টাও করে সে। নাবালিকা চিৎকার করতেই অভিযুক্ত জওয়ান পালিয়ে স্কুল ঘরে ঢুকে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এসে বিক্ষোভ দেখান।
খবর পেয়ে ঘটনাস্থলে তারকেশ্বর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশকে ঘিরে অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন