Weather Update: টানা বৃষ্টির জেরে আগামী দু'দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল! ঘোষণা শিক্ষা দফতরের

People's Reporter: অন্যদিকে, ICSE ও CBSE বোর্ডের স্কুলগুলিকে মঙ্গলবার থেকে অন্তত ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
Weather Update: টানা বৃষ্টির জেরে আগামী দু'দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল! ঘোষণা শিক্ষা দফতরের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

রাতভর টানা ভারী বৃষ্টির জেরে এবং আগামী দু’দিন রাজ্যে আরও অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজ্যের সব সরকারি, সরকার পোষিত ও সরকার স্পনসরড প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলি বন্ধ থাকবে। তবে পাহাড়ি এলাকায় এই নির্দেশ কার্যকর হবে না।

স্কুল শিক্ষা দফতরের সচিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "গতরাতের ভারী বর্ষণ এবং আগামী দু’দিনের প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্যের সমস্ত সরকারি / সরকার পোষিত / সরকার স্পনসরড প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান (পাহাড়ি অঞ্চল ব্যতীত) ২৪.০৯.২৫ এবং ২৫.০৯.২৫ তারিখে বন্ধ থাকবে।"

শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি
শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি

এই সিদ্ধান্ত ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে জানানো হয়েছে। একই সঙ্গে প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্য দফতর, উচ্চশিক্ষা ও গণশিক্ষা দফতরের প্রধান সচিবদেরও কপি পাঠানো হয়েছে। রাজ্যের বিস্তীর্ণ এলাকায় জলজটের কারণে সাধারণ মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতি বিবেচনা করেই রাজ্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, ICSE ও CBSE বোর্ডের স্কুলগুলিকে মঙ্গলবার থেকে অন্তত ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী ২ দিন অনলাইনে ক্লাস করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।  প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব হলে বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ করা হয়েছে। এদিকে, দুর্যোগের কারণে আজ কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে বলেন, "প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। কলকাতায় একাধিক জায়গা থেকে তড়িদাহত হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পড়ুয়ারা যাতে কোনও বিপদে না পড়েন, সে দিকে দৃষ্টি রেখেই এই সিদ্ধান্ত।"

ছুটি ঘোষণা করা হয়েছে বাসন্তী দেবী কলেজেও। অধ্যক্ষা ইন্দ্রিলা গুহ বলেন, “আমাদের কলেজে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রীরা আসেন। ভোর থেকে প্রচুর ফোন আসছে। সমস্ত জায়গা জলমগ্ন। তাই ছুটি ঘোষণা করেছি।”

অন্যদিকে, বেসরকারি অফিসগুলিকেও আগামী ২ দিন ওয়ার্ক ফ্রম হোম করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in