মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল

লক্ষ্মীরতন শুক্ল
লক্ষ্মীরতন শুক্ল ফাইল ছবি সংগৃহীত
Published on

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন লক্ষ্মীরতন শুক্ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন তিনি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীও এই ইস্তফা পত্র গ্রহণ করেছেন। রাজ‍্যের ক্রীড়া ও যুবকল‍্যাণ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন লক্ষ্মীরতন শুক্ল।

সূত্র মারফত জানা গেছে, মুখ্যমন্ত্রীকে লক্ষ্মীরতন শুক্ল জানিয়েছেন, অন‍্য কোনো দলে যাবেন না তিনি। রাজনীতি থেকে অবসর নিতে চান। তাই মন্ত্রীত্ব ছাড়ছেন তিনি। পাশাপাশি হাওড়া জেলা তৃণমূলের সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছে তিনি। তবে বিধায়ক পদ থেকে এখনই ইস্তফা দিচ্ছেন না এই প্রাক্তন ক্রিকেটার। বিধায়ক পদে পূর্ণ মেয়াদেই থাকতে চান তিনি।

কিছুদিন আগেই রাজ‍্যের পরিবহন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিধায়ক পদ রেখে লক্ষ্মীরতন শুক্লর মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্তে দলবদলের জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই হাওড়া জেলা তৃণমূলের অভ‍্যন্তরে কোন্দল চলছিল। রাজ‍্যের বনমন্ত্রী তথা হাওড়ার নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে জেলার তৃণমূল চেয়ারম্যান অরূপ রায়ের সম্পর্ক ভালো নয়। বেশ কয়েকদিন ধরে বেসুরো গাইছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তিনিও তৃণমল ছাড়তে পারেন বলে জল্পনা রয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in