
তৃণমূল-বিজেপি উভয়ের কাছেই কয়লা পাচারের টাকা যায়। ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোলের জন্যই একে অপরকে দোষারোপ করছে এখন। কয়লা পাচার কান্ডে সরাসরি রাজ্য ও কেন্দ্রের শাসক দলকে নিশানা করে একথা বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
সোমবার পশ্চিম বর্ধমানে সংবাদমাধ্যমের সামনে সূর্যকান্ত মিশ্র বলেন, "কয়লা পাচার থেকে শুরু করে সীমান্তে গরু পাচার, তৃণমূল বিজেপির দিকে আঙুল তুলছে আবার বিজেপি তৃণমূলকে বলছে। এখানে সিবিআই তল্লাশি চালাচ্ছে তো ওখানে রাজ্যের পুলিশ তল্লাশি চালাচ্ছে। এটা হচ্ছে ভাগাভাগির জন্য। যে যার ক্ষমতা দেখাচ্ছে।"
প্রসঙ্গত, শনিবার কয়লা পাচার কান্ডের তদন্তে রাজ্যের প্রায় ৩০টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। শাসক দলের ঘনিষ্ঠ কয়লা পাচারের মূল পান্ডা অনুপ মাঝি ওরফে লালার বাড়ি-অফিসেও তল্লাশি চালানো হয়। যা নিয়ে রাজ্যের শাসকদলকে একহাত নিয়েছে গেরুয়া শিবির। অপরদিকে গোরু পাচার কান্ডে একাধিক বিএসএফ অফিসারের নাম জড়ানোয় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে ঘাসফুল শিবির।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন