থ্রেট কালচারের অভিযোগে কল্যাণী জে এন এম হাসপাতালের ৪০ জন ডাক্তার পড়ুয়াকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। আগামী ৬ মাস তাঁরা কলেজ ক্যাম্পাস, হাসপাতাল কোথাও প্রবেশ করতে পারবেন না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজ কাউন্সিলের বৈঠকে।
এই ৪০ জন ডাক্তারি পড়ুয়া আরজি কর কাণ্ডে নাম জড়ানো অভীক দে-র অনুগামী বলেই পরিচিত। ৬ মাসের জন্য সকলকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁদের জানিয়ে দেওয়া হয় তাঁরা এই ৬ মাস কলেজ ক্যাম্পাসে যেন না থাকে। ৪০ জনের মধ্যে স্নাতকোত্তর স্তরের ছাত্র শেখ মহম্মদ অখিল, চতুর্থ বর্ষের ছাত্র তথা তৃণমূল নিয়ন্ত্রিত স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির বর্তমান সভাপতি বিচিত্রকান্তি বালা, ইন্টার্ন আলিম বিশ্বাস এবং চতুর্থ বর্ষেরই আব্দুল হালিম দফাদার-র নেতৃত্বে কলেজে 'থ্রেট সিন্ডিকেট' চলতো বলেই অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের তদন্ত হবে। আরও বিস্তারিত তদন্ত করার জন্য স্থানীয় থানায় অভিযোগ দায়ের করবে কলেজ কাউন্সিল।
এছাড়া কলেজ কর্তৃপক্ষ জানায়, থ্রেট কালচার বন্ধ করতে আমরা বদ্ধপরিকর। স্টুডেন্ট ওয়েলফেয়ার বডি ভেঙে ফেলা হয়েছে। যাঁরা ছাত্র প্রতিনিধি ছিলেন সকলকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য এবং তদন্ত কমিটির সম্মুখীন হতে ক্যাম্পাসে ঢুকতে পারবেন ওই ৪০ জন ডাক্তারি পড়ুয়া। তাছাড়া কলেজ নির্বাচনেও তাঁরা অংশ নিতে পারবেন না।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পরই প্রকাশ্যে আসে এই থ্রেট কালচার। যা নিয়ে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের কাছে এই নিয়ে অভিযোগও জানিয়েছেন তাঁরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন