
রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মচারীদের। ফলে মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াল ১৮ শতাংশ। আগামী ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে বলে জানালেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বুধবার ছিল রাজ্য বাজেট। এদিন বিধানসভায় বাজেট বক্তৃতা দেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে প্রত্যাশা ছিলই বাজেটে সরকারি কর্মচারিদের বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণার। আর চার শতাংশ ডিএ বৃদ্ধি করে তাঁদের আশা পূরণ করল বলেই মনে করা হচ্ছে।
ডিএ বৃদ্ধি নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারিরা। তার উপর সম্প্রতি মোদী সরকার অষ্টম পে কমিশনের ঘোষণা করেছে। ফলে কেন্দ্র এবং রাজ্যের কর্মচারিদের বেতন এবং ডিএ-র মধ্যে উল্লেখযোগ্য ফারাক বৃদ্ধির পথে। ফলে আরও জোরাল হচ্ছিল আন্দোলন। অন্যদিকে, নির্বাচনে সরকারি কর্মীদের ভূমিকা সবচেয়ে বড় থাকে। তাই বাজেটে তাঁদের নিয়ে অতিরিক্ত কিছু ভাবতে হয়েছে সরকারের বলে মনে করা হচ্ছে।
বর্তমানে কেন্দ্রীয় কর্মচারিরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। অন্যদিকে, রাজ্যের কর্মচারিরা ডিএ পাচ্ছেন ১৪ শতাংশ। এমত পরিস্থিতিতে কেন্দ্র ও রাক্যের সরকারি কর্মচারিদের বেতনে এই উল্লেখযোগ্য ফারাক তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে রাজ্যের উপর চাপ সৃষ্টি হয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন