Train Cancelled: শনি ও রবিতে শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল ৩৮টি লোকাল ট্রেন, এক নজরে তালিকা

People's Reporter: বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক ট্রেন। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
শনি ও রবিতে শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল ৩৮ টি লোকাল ট্রেন
শনি ও রবিতে শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল ৩৮ টি লোকাল ট্রেনছবি প্রতীকী সংগৃহীত
Published on

সপ্তাহান্তে ফের ভোগান্তি নিত্যযাত্রীদের। বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

পূর্ব রেলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ৩৮ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপত্র সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের। তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে।

একনজরে ট্রেন বাতিলের তালিকা –

শনিবার –

শিয়ালদহ-বনগাঁ- 33856, 33860, 33861, 33863 (আপ-ডাউন)
হাসনাবাদ-শিয়ালদহ- 33533, 33538 (আপ-ডাউন)

রবিবার –

বনগাঁ-শিয়ালদা- 33812, 33814, 33818, 33820, 33811, 33813, 33815, 33817 (আপ-ডাউন)
হাসনাবাদ- শিয়ালদা- 33511,33517, 33512, 33514 (আপ-ডাউন)
দত্তপুকুর- শিয়ালদা- 33612, 33618, 33613 (আপ-ডাউন)
বনগাঁ-মাঝেরহাট-30342
লক্ষ্মীকান্তপুর-নামখানা- 34924, 34923 (আপ-ডাউন)
মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর- 30712, 30711 (আপ-ডাউন)
হাবরা- শিয়ালদা- 33652, 33651 (আপ-ডাউন)
বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি- 30145
মাঝেরহাট-মধ্যমগ্রাম- 30357, 30358
মাঝেরহাট-বারাসত- 30351।
বারাসত-বনগাঁ- 33361
বারাসাত- শিয়ালদা: 33432, 33434, 33431, 33435, 33439
বারাসাত–দত্তপুকুর: 33357
দত্তপুকুর– শিয়ালদা: 33616

বারাসাত থেকে যে ট্রেনের রুটগুলি সংক্ষিপ্ত করা হয়েছে –

বনগাঁ-মাঝেরহাট: 30344
হাসনাবাদ-বিবাদী বাগ: 30322
হাসনাবাদ- মাঝেরহাট: 30324
শিয়ালদা-বনগাঁ: 33819, 33821, 33823
শিয়ালদা-হাসনাবাদ: 33513, 33515, 33519
শিয়ালদা-হাবরা: 33653
শিয়ালদা-গোবরডাঙ্গা: 33681
মাঝেরহাট-দত্তপুকুর: 30317
শিয়ালদা-দত্তপুকুর: 33617
মাঝেরহাট-হাসনাবাদ: 30361
মাঝেরহাট-হাবড়া: 30333   

বনগাঁ- শিয়ালদা: 33816, 33822, 33824, 33826।
হাসনাবাদ- শিয়ালদা: 33516, 33518।
হাবড়া-শিয়ালদা: 33654

 

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in