ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৩৩ কেজি রৌপ্য অলংকার উদ্ধার করল BSF, পাচারকারী পলাতক

আবহাওয়া খারাপ থাকার জন্য পাচারকারীরা সেই সুযোগে ৩৩ কেজি রুপোর গহনা নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তে জড়ো হয়েছিল
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৩৩ কেজি রৌপ্য অলংকার উদ্ধার করল BSF, পাচারকারী পলাতক
নিজস্ব চিত্র

উত্তর চব্বিশ পরগণার ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুরে বিএসএফ উদ্ধার করল প্রভুত রৌপ্য অলংকার। হাকিমপুর তারালী সীমান্ত থেকে এই রুপোর গয়না উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য ১৪ লক্ষ টাকা। ওই গয়না গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল পাচারকারীরা। বাংলাদেশের পাচার করতে না পারায় এক ব‍্যাগভর্তি রুপার গহনা ফেলে পালিয়ে যায় পাচারকারী, ওই পাচারকারীর খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে ১১২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা।

বিএসএফ সুত্রে জানা গেছে, রবিবার ভোর রাতে এক পাচারকারী রুপোর গহনা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে তারালী সীমান্তের দিকে এগিয়ে যায়। সেই সময় ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তারালী সীমান্ত বরাবর টহল দিচ্ছিল। এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় টহলরত জওয়ানদের, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে রোখার চেষ্টা করলে ব্যাগভর্তি রুপোর গয়না ফেলে চম্পট দেয়।

সেগুলো উদ্ধার করে বিএসএফ। পাচারকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হওয়ার রুপার গহনা গুলি তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। হাকিমপুর তারালী সীমান্ত রক্ষী বাহিনীর টু ওয়াইসি প্রদীপ কুমার বর্মণ বলেন, আবহাওয়া খারাপ থাকার জন্য পাচারকারীরা সেই সুযোগে ৩৩ কেজি রুপোর গহনা নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তে জড়ো হয়েছিল। কিন্তু জওয়ানদের নজরে আসতেই পাচারকাজ রোখায় পাচারকারী ব্যাগভর্তি রুপার গহনা ফেলে পালিয়ে যায়।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in