সেচ দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ - গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের বাসিন্দা এক যুবকের অভিযোগ, যখন শুভেন্দু অধিকারী সেচমন্ত্রী ছিলেন, তখন রাখাল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল।
শুভেন্ধু অধিকারী, রাখাল বেরা
শুভেন্ধু অধিকারী, রাখাল বেরা ফাইল চিত্র- সংগৃহীত
Published on

চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে শনিবার সন্ধ্যায় মানিকতলা থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম রাখাল বেরা। তার বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ধৃত রাখাল বেরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ।

তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসে মন্ত্রিসভা গঠন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সেচ দফতরের দুর্নীতির তদন্ত হবে। ঘোষণা মতো পুলিশের তদন্ত শুরু করে। তারই প্রথম পদক্ষেপ হিসাবে রাখালকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রাখাল বেরাকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ।

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের বাসিন্দা এক যুবকের অভিযোগ, যখন শুভেন্দু অধিকারী সেচমন্ত্রী ছিলেন, তখন রাখাল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। প্রথমে অস্থায়ী, পরে স্থায়ী সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিশ্রুতি মতো চাকরি না হওয়ায় প্রতারিত ওই যুবক থানায় লিখিত অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে শনিবার রাখালকে গ্রেফতার করে মানিকতলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকরি দেবার নাম করে ৬০ জনের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা নেবার অভিযোগ রয়েছে অভিযুক্তর বিরুদ্ধে।
নারদকাণ্ডের তদন্তে অভিযুক্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই রাখালের বিরুদ্ধেই সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় যশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দুই মেদিনীপুর জেলা। বিভিন্ন বাঁধ ভেঙে যায়। বাঁধভাঙ্গা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কী করে কংক্রিটের বাঁধ ভেঙে যায়, তা সরেজমিনে খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেন তিনি। তখনই ওয়াকিবহাল মহল মনে পড়েছিল, এর জেরে পরোক্ষে চাপ বাড়তে পারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়েরর ওপর।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in