সন্দীপ ঘোষ
সন্দীপ ঘোষ নিজস্ব চিত্র

RG Kar Hospital Case: সন্দীপ ঘোষকে কেন এখনও গ্রেফতার নয়? - CBI-কে প্রশ্ন মৃত চিকিৎসকের পরিবারের

People's Reporter: নির্যাতিতার পরিবার জানায়, 'অধ্যক্ষকে টানা জিজ্ঞাসাবাদ করছে ঠিকই কিন্তু এখনও ছেড়ে রাখা হয়েছে। গ্রেফতার করা হচ্ছে না। সিবিআই ঠিক অধ্যক্ষের কাছ থেকে কী জানতে চাইছেন জানি না আমরা'।
Published on

আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে অসন্তুষ্ট মৃত চিকিৎসকের পরিবার। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এখনও পর্যন্ত কেন গ্রেফতার করছে না সিবিআই? প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার।

হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই-র কাছে যায়। তারপর থেকে সন্দীপ ঘোষকে আজ নিয়ে পরপর চার দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সমস্ত মহলের প্রশ্ন কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না তাঁকে? নির্যাতিতার পরিবার জানায়, 'অধ্যক্ষকে টানা জিজ্ঞাসাবাদ করছে ঠিকই কিন্তু এখনও ছেড়ে রাখা হয়েছে। গ্রেফতার করা হচ্ছে না। সিবিআই ঠিক অধ্যক্ষের কাছ থেকে কী জানতে চাইছেন জানি না আমরা'।

তাঁরা আরও জানান, 'কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও এই তদন্তের আওতায় আনা হোক। আমাদের সাথে তিনি সহযোগিতা করেননি। বরং পুরো বিষয়টি যত দ্রুত সম্ভব ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। যাঁরা আন্দোলন করছেন তাঁদের এখন মুখবন্ধ করার চেষ্টা করা হচ্ছে'।

পরিবার জানায়, 'সঞ্জয় ছাড়া আর কাউকেই তো গ্রেফতার করা হল না। আমরা হতাশ হয়েছি। প্রথম থেকেই বলছি ডিপার্টমেন্টের কেউ জড়িত থাকতে পারেন। ডিপার্টমেন্টের গাফিলতি যদি না থাকত, তা হলে এত কিছু ঘটত না। কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। সঞ্জয়ের পক্ষ একা এই কাজ ঘটানো সম্ভব নয়'। তবে কারও নামের তালিকা তদন্তকারী সংস্থার হাতে তুলে দেননি তিনি, এদিন জানিয়েছেন নির্যাতিতার বাবা। এর আগে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ডিপার্টমেন্টের কমপক্ষে ৩০ জনের নাম সিবিআইকে জানিয়েছে নির্যাতিতার পরিবার।

অন্যদিকে, সোমবার আচমকা সিবিআই দপ্তরে যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানান, আরজি কর সংক্রান্ত বেশ কিছু নথি সিবিআই-র কাছে জমা দিলাম। সিবিআই ভালো কাজ করছে। আমার কাছে যা যা ছিল দিয়েছি তাঁদেরকে। আশা করি অপরাধীরা শাস্তি পাবে।

সন্দীপ ঘোষ
RG Kar Hospital Case: গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর
সন্দীপ ঘোষ
R G Kar Case: 'পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ' - মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করলেন নির্ভয়ার মা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in