কবে খুলবে স্কুল? ১৪ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের মতামত জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

শুক্রবার মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রায় দু'বছর ধরে স্কুল বন্ধের জেরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে পড়ুয়ারা, এমনই দাবি তাঁর।
কবে খুলবে স্কুল? ১৪ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের মতামত জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের
প্রতীকী ছবি সংগৃহীত
Published on

দেড় বছরের বেশি সময় স্কুল বন্ধ থাকার পর গত নভেম্বরে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোভিড বিধি মেনে স্কুল খোলে। চলতি বছর থেকে ফের স্কুল বন্ধ হয়ে যায়। কবে খুলবে, তা নিয়ে ধোঁয়াশা ক্রমশই বাড়ছে। দিকে দিকে অবশ্য স্কুল খোলার দাবিতে বিক্ষোভ, আন্দোলন চলছে।

কিন্তু রাজ্য কী ভাবছে, কবে স্কুল খোলা হবে, তা স্পষ্ট নয়। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের ভাবনাকে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। শুক্রবার সেই মামলার শুনানি ছিল উচ্চ আদালতে। তারই পরিপ্রেক্ষিতে স্কুল চালু নিয়ে কলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দিল।

শুক্রবার মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রায় দু'বছর ধরে স্কুল বন্ধের জেরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে পড়ুয়ারা, এমনই দাবি তাঁর। করোনা বিধি মেনে অবিলম্বে রাজ্যে স্কুল চালু করা হোক বলে সওয়াল করেন তিনি।

অন্যদিকে, এব্যাপারে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সওয়াল, বর্তমান পরিস্থিতিতে সবদিক খতিয়ে দেখতে চায় রাজ্য। তবে রাজ্যও স্কুল চালুর ব্যাপারে উৎসাহী। তিনি এদিন আরও জানান, রাজ্যজুড়ে কমবয়সীদের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৩৩ লক্ষের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার দাবি জানিয়েছে একাধিক সংগঠন, সমাজের বিভিন্ন মহল। বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশও স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর ব্যাপারে সওয়াল করেছেন। গ্রামীণ এলাকায় অনেক শিক্ষক নিজ উদ্যোগে পাঠশালা অর্থাৎ খোলা মাঠে গাছতলায় শুরু করেছেন ক্লাস। তাতে পড়ুয়াদের উপস্থিতিও দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য কী করে, সেটাই দেখার।

কবে খুলবে স্কুল? ১৪ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের মতামত জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের
গত দু'বছর রাজ্যে স্কুল বন্ধ, অক্ষরজ্ঞান ভুলতে বসেছে বাচ্চারা, স্কুল খোলার দাবিতে সরব বামেরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in