'জুনিয়রদের ভালোর জন্য যা করার করেছি': কুণাল-সাক্ষাতের সাফাই চিকিৎসক নারায়ণ ব্যানার্জির

People's Reporter: বৈঠক শেষে চিকিৎসক ব্যানার্জি সাংবাদিকদের বলেন, "আমি কোনও দলের মুখপাত্রের সাথে দেখা করতে আসিনি। আমি প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সাথে দেখা করতে এসেছিলাম কিছু জিনিস পরিষ্কার করার জন্য।"
কুণাল ঘোষ এবং চিকিৎসক নারায়ণ ব্যানার্জি
কুণাল ঘোষ এবং চিকিৎসক নারায়ণ ব্যানার্জিছবি - কুণাল ঘোষের ফেসবুক ওয়াল
Published on

তৃণমূল নেতা কুণাল ঘোষের সাথে বৈঠক করায় রীতিমতো সমালোচিত হচ্ছেন 'প্রতিবাদী' চিকিৎসক নারায়ণ ব্যানার্জি। ঠিক কীসের জন্য কুণাল ঘোষের সাথে বৈঠক করেছেন তিনি তা নিয়ে জল্পনা চলছে। নিন্দার মুখে পড়ে সোশ্যাল মিডিয়ায় সাফাইও দিলেন চিকিৎসক।

১০ দফা দাবি নিয়ে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আজ সেই অনশন চোদ্দ দিনে পড়েছে। এই আবহে বৃহস্পতিবার কুণাল ঘোষের সাথে বৈঠক করলেন চিকিৎসক নারায়ণ ব্যানার্জি। এই নারায়ণ ব্যানার্জিকে বিভিন্ন সময়ে বামেদের জনসভায় অথবা মিছিলে দেখা গেছে। কুণাল ঘোষের সাথে তাঁর বৈঠকের খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন তিনি। যদিও তিনি বলেন, 'জুনিয়রদের ভালোর জন্য যা করার করেছি। আমি প্রথমে মানুষ, তারপর ডাক্তার, তারপর আমার রাজনৈতিক সত্ত্বা'।

গতকাল বৈঠক শেষে চিকিৎসক ব্যানার্জি সাংবাদিকদের সামনে বলেন, "আমি কিন্তু কোনও দলের মুখপাত্রের সাথে দেখা করতে আসিনি। আমি প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সাথে দেখা করতে এসেছিলাম কিছু জিনিস পরিষ্কার করার জন্য। আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা আমাদের চেয়ে যথেষ্ট পরিণত। ওরা আমার ছেলের বয়সী। ওদের কোনও অঘটন ঘটুক আমরা তো কেউ চাইব না"।

ফেসবুকে এক ভিডিও বার্তায় চিকিৎসক ব্যানার্জি বলেন, 'আমাদের শাসকের অবস্থানটা পরিষ্কার জানার জন্য তাঁর (কুণাল ঘোষ) কাছে গিয়েছিলাম। আসলে দু'পক্ষই অনড়। বিশেষ করে সরকার বেশি অনড়। জুনিয়র ডাক্তারদের অনেকেই বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছে'।

বৈঠক নিয়ে কুণাল ঘোষ খুব বেশি কিছু মন্তব্য করতে চাননি। তিনি কেবল জানান, 'চিকিৎসক ব্যানার্জি একজন অভিভাবক। অনশনকারীদের শুভানুধ্যায়ী হিসেবে তিনি এসেছিলেন। কিছু বিষয়ে কথা হয়েছে। আমরা কেউই চাই না এই অনশন চলুক।'

কুণাল ঘোষের সাথে সাক্ষাতের পরই চিকিৎসক নারায়ণ ব্যানার্জিকে নিয়ে সমালোচনায় সরব নেটিজেনদের একাংশ। কেউ লেখেন, 'ভুল পদক্ষেপ। জুনিয়র চিকিৎসকদের সাহায্য করা উচিত কোনও রাজনৈতিক রঙ না দেখেই।' আবার কেউ লিখেছেন, 'যখন গিয়ে দেখা করতে হয় তখন সেটা ভদ্রতা না থেকে সমঝোতা হয়ে যায়'। আবার একজন লিখেছেন, 'যে কুণাল ঘোষ প্রতিনিয়ত এই আন্দোলনকে ছোটো করতে চেয়েছেন, কটূক্তি করেছেন, তাঁর সাথে দেখা করে ঠিক কাজ করেননি উনি।'

কুণাল ঘোষ এবং চিকিৎসক নারায়ণ ব্যানার্জি
"দৌত্যের অধিকার তাঁকে কেউ দেয়নি" - কুণাল ঘোষ-নারায়ণ ব্যানার্জি বৈঠক প্রসঙ্গে মত চিকিৎসকদের সংগঠনের
কুণাল ঘোষ এবং চিকিৎসক নারায়ণ ব্যানার্জি
Junior Doctors Protest: ভাঙছে শরীর, তবুও অনশনে অনড় জুনিয়র চিকিৎসকরা! ১৩ দিন পার, কেমন আছেন তাঁরা?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in