

কবে স্কুল চালু হবে রাজ্যে? দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী থেকে শিক্ষক মহলে ঘুরছে এই প্রশ্ন। এবার তা নিয়ে আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ না হলে দুর্গাপুজোর পর স্কুল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিনই রাজ্যে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবী সহ একাধিক দাবীতে হাজরা মোড় থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করে বাম ছাত্র সংগঠন এস এফ আই।
আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংক্রমণ এক শতাংশে নেমে এসেছে। তবে আজ ঠিক থাকলেও আগামীকাল কী হবে তা বলা সম্ভব নয়। মহারাষ্ট্র, কেরল সহ কয়েক রাজ্যের পরিস্থিতি ভালো নয়। তৃতীয় ঢেউ ভয়ঙ্কর না হলে পুজোর পরে স্কুল খুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, করোনা আবহে দীর্ঘ প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে কয়েকদিনের জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির অফলাইন ক্লাস শুরু হলেও করোনা পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত বন্ধই রয়েছে।
যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ কমে যাওয়ায় একাধিক রাজ্য নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস ফের শুরু করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও তা চালু হয়নি। এই অবস্থায় ছোট ছোট শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন