
'স্কচ' পুরস্কার নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ পেলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এই নোটিশ এনেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হিরণের অভিযোগ, রাজ্য সরকার অর্থের বিনিময়ে 'স্কচ' পুরস্কার কিনেছেন। সম্প্রতি এক আরটিআই কর্মী এই তথ্য প্রকাশ করেছেন।
২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ৪০টি পুরস্কার এসেছে রাজ্যের কাছে। তবে এই পুরস্কার নাকি অর্থের বিনিময়ে পেয়েছে মমতা ব্যানার্জীর সরকার। এমনটাই অভিযোগ হিরণের।
বুধবার বিধানসভায় হিরণ বলেন, রাজ্য সরকার যে সমস্ত স্কচ পুরস্কার এতদিন পেয়েছে তা সব অর্থের বিনিময়ে পাওয়া। আমার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। এরপরই বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়।
উল্লেখ্য, সমাজ ও আইন গবেষক এবং তথ্যের অধিকার কর্মী বিশ্বনাথ গোস্বামী 'রাইট টু ইনফরমেশন' অ্যাক্ট-র মাধ্যমে সম্প্রতি জানতে পারেন ২০২২ সালে স্কচ গ্রুপকে প্রায় ১২ লক্ষ টাকা দিয়েছিল রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড বিনা টেন্ডারে ১১ লক্ষ ২৬ হাজার টাকা খরচ দেখিয়েছিল। পরে জানা যায় স্কচ গ্রুপের অ্যাওয়ার্ড সামিটে অংশগ্রহণের জন্য ওই টাকা দেওয়া হয়েছিল। বিশ্বনাথ গোস্বামী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সমস্ত তথ্য পোস্ট করেছেন।
প্রসঙ্গত, স্কচ গ্রুপ হল একটি বেসরকারি সংস্থা। যারা ২০১৪ সাল থেকে ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি দফতরগুলিকে তাদের জনকল্যাণমূলক কাজের জন্য পুরস্কার প্রদান করে আসছে। ২০১৫ সাল থেকে এই পুরস্কার পাচ্ছে রাজ্য সরকার। ২০২১ সালের মধ্যেই ৩০টি স্কচ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। সব মিলিয়ে প্রায় ৪০টি পুরস্কার রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন