West Bengal: রাজ্যে আরও ৭ জেলার ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবার নতুন এই সাত জেলার নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই সাত জেলার নাম বহরমপুর, কান্দি, ইছামতী, বসিরহাট, সুন্দরবন, রাণাঘাট, বিষ্ণুপুর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সাংবাদিক সম্মেলনের ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

রাজ্যে জেলার সংখ্যা আরও বাড়ছে। যুক্ত হচ্ছে আরও নতুন সাতটি জেলা। সোমবার নতুন এই সাত জেলার নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই সাত জেলার নাম বহরমপুর, কান্দি, ইছামতী, বসিরহাট, সুন্দরবন, রাণাঘাট, বিষ্ণুপুর। সোমবার নবান্ন থেকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী মাস ছয়েকের মধ্যেই এই সমস্ত জেলা কাজ শুরু করে দেবে।

উল্লেখ্য, গত ১২ মে কলকাতার টাউন হলে রাজ্যের জেলা বাড়ার আগাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন তিনি জানান, রাজ্যে জেলার সঙ্গে বাড়াতে হবে। তাহলে কাজের সুবিধে হবে। রাজ্যে অনেক বড়ো বড়ো জেলা আছে। সেগুলোকে ভেঙে ছোটো জেলা করলে অনেক সুবিধে হবে। সেদিনই তিনি জানিয়েছিলেন আগামীদিনে রাজ্যে ৪৬ টি জেলা হতে পারে।

এতদিন পর্যন্ত রাজ্যে জেলার সংখ্যা ছিল ২৩। এদিনের নতুন ৭ জেলার ঘোষণার পর রাজ্যে জেলার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০। রাজ্যে শেষ যে দুই জেলা সংযুক্ত হয়েছিল তার মধ্যে ছিল ঝাড়গ্রাম এবং কালিম্পং।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in