
আগামী ২০ জুলাই মঙ্গলবার প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট অধ্যাপক কল্যাণময় গাঙ্গুলী। মঙ্গলবার সকাল ৯টায় ফলাফল প্রকাশিত হবে এবং ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাওয়া যাবে।
এদিনের বিবৃতিতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে ওইদিনই ফলাফল প্রকাশের পর স্কুলে স্কুলে মার্কশিট পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু এবার অ্যাডমিট কার্ড নেই তাই ফলাফল দেখার জন্য রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে ফলাফল জানতে হবে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে রাজ্য সরকার। ফলে নবম শ্রেণির ফলাফল এবং দশম শ্রেণির অন্তর্বর্তী মূল্যায়নের ওপর ভিত্তি করে মাধ্যমিকের রেজাল্ট তৈরি হয়েছে।
নিম্নোক্ত কিছু ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল দেখা যাবে –
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন