
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করা হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই হতে চলেছে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। অন্যদিকে, বাজেট অধিবেশনের প্রথম দিনেই তৃণমূল পরিষদীয় দলের বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেক্ষেত্রে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে, বাজেট অধিবেশনের প্রথম দিনে তৃণমূলের পরিষদীয় বৈঠকে দলীয় বিধায়কদের কী কী ভূমিকা থাকবে, অধিবেশনে কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে, সেই নিয়েই আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে খবর, ১০ ফেব্রুয়ারি বিধানসভায় নৌশার আলি কক্ষে হবে পরিষদীয় বৈঠক। সেখানে দলের সমস্ত বিধায়কদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।
ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঘোষিত প্রকল্পগুলি নিয়ে আগামী এক বছর কী ভাবে এগোনো হবে, তা নিয়েও পরিষদীয় বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এছাড়া, বিধায়কদের আচারণের বিষয়টিও উঠে আসতে পারে বৈঠকে, মনে করা হচ্ছে। বাজেট অধিবেশনের প্রথম দিন দলীয় বিধায়কদের ফের একবার শৃঙ্খলার পাঠ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।
পাশাপাশি আরও খবর, পরিষদীয় বৈঠকের পরে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হতে পারে একটি সাংগঠনিক বৈঠকও। নেতাজি ইন্ডোরে হওয়া এই বৈঠকে দলের নেতা-মন্ত্রী এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। তবে এখনও সাংগঠনিক বৈঠকের চূড়ান্ত দিনক্ষণ স্থির হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন