BJP: 'অনেক খেলা বাকি', নিরাপত্তা তুলে নিতেই ফের সরব অনুপম হাজরা, পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের

People's Reporter: অনুপম হাজরা একটি পোস্ট করে লেখেন, ‘‘সিকিউরিটি তুলে নিতে আমি অনুরোধ করেছিলাম। কীসের জন্য অনুরোধ করেছিলাম তা সময়ই বলবে। অনেক খেলা বাকি।’’
সুকান্ত মজুমদার এবং অনুপম হাজরা
সুকান্ত মজুমদার এবং অনুপম হাজরা

বিজেপিতে থেকে বিজেপির নেতাদের বিরুদ্ধে মুখ খোলার খেসারত গুণতে হয়েছিল অনুপম হাজরাকে। তুলে নেওয়া হয়েছিল তাঁর ওয়াই ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা। আর ফের এ নিয়ে দ্বন্দ্বে জড়ালেন অনুপম-সুকান্ত।

কখনও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো কখনও রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন বিজেপির অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা। দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছিলেন রাজ্য বিজেপির একাংশ। এরপর দলগত ভাবে বিজেপি কোনো ব্যবস্থা না নিলেও প্রশাসনগতভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়

এরপরই বৃহস্পতিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে অনুপম হাজরা একটি পোস্ট করে লেখেন, ‘‘সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম, কীসের জন্য অনুরোধ করেছিলাম তা সময়ই বলবে। অনেক খেলা বাকি।’’ 

অনুপমের এই মন্তব্যের পরই তাঁকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া প্রসঙ্গে সুকান্তর বক্তব্য, ‘‘উনি (অনুপম) ফেসবুকে কী লিখেছেন জানি না। খেলাধুলো করা শরীরের পক্ষে ভাল। কারা কারা নিরাপত্তা পাবেন, এই বিষয়টি আইবি ডিপার্টমেন্ট দেখে। তারাই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সুপারিশ করে।’’

সুকান্ত মজুমদার এবং অনুপম হাজরা
রাজ্যে পলিটেকনিকে রেকর্ডহারে ভর্তি কমেছে, কলেজগুলিতে নেই শিক্ষক-শিক্ষাকর্মী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in