Heavy Rain: লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দুর্ভোগে যাত্রীরা! দুর্যোগ নিয়ে কী জানাচ্ছে আলিপুর?

People's Reporter: আলিপুরের তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে।
Heavy Rain: লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দুর্ভোগে যাত্রীরা! দুর্যোগ নিয়ে কী জানাচ্ছে আলিপুর?
ফাইল ছবি
Published on

সোমবার রাত থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও শহরতলি। লালবাজার সূত্রে খবর, কোথাও কোথাও গোড়ালি পর্যন্ত, তো কোথাও হাঁটুর ছাড়িয়েছে জমা জল। শহরের বেশ কিছু রাস্তা জলমগ্ন থাকায় সকাল থেকে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। অন্যদিকে লাগাতার বৃষ্টির ফলে জলমগ্ন হাওড়া ও শিয়ালদা শাখার রেললাইন। যার ফলে সকালে বেশকিছু ট্রেন দেরিতে ছেড়েছে। এতেও সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। এদিকে মঙ্গলবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুরের তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পাশাপাশি, একটি ঘূর্ণবাত উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া রাজ্যে সক্রিয় মৌসুমী বায়ু। যার ফলে সোমবার রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে। আলিপুরের পূর্বাভাস, মঙ্গলবারও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বারাণসী, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর ফলে মঙ্গলবার পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে সোমবার রাত থেকে লাগাতার বৃষ্টির ফলে জলমগ্ন কলকাতা এবং শহরতলি। লালবাজার সূত্রে খবর, ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা-সহ বেশ কিছু জায়গা জলমগ্ন। কাঁকুড়গাছি, পাতিপুকুর এবং উল্টোডাঙা আন্ডারপাসেও জল জমেছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রবল বৃষ্টির ফলে ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, বৌবাজারের একাংশ থেকে শুরু করে বেহালা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ-সহ বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে। এই সব এলাকা থেকে জল বার করার চেষ্টাও শুরু হয়েছে। তবে লাগাতার বৃষ্টির ফলে সেই কাজে বিলম্ব হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় আলিপুরে ৮১.৬ মিলিমিটার, দমদমে ৯৯.৩ মিলিমিটার এবং সল্টলেকে ৮৮.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লাইনে জল জমায় বেশ কয়েকটি লোকাল ট্রেন দেরিতে চলছে হাওড়া এবং শিয়ালদহ শাখায়। রাস্তায় জল জমে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে গাড়িচালকদের। হুগলির আরামবাগে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় সেখানকার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাজ্য বিদ্যুৎ বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।

আলিপুর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।

Heavy Rain: লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দুর্ভোগে যাত্রীরা! দুর্যোগ নিয়ে কী জানাচ্ছে আলিপুর?
SSC: নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দিতে হবে 'চিহ্নিত অযোগ্যদের', নয়া বিজ্ঞপ্তি নিয়ে নির্দেশ হাইকোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in