

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতার রাস্তায় একসঙ্গে পথ হাঁটলো বাম-কংগ্রেস-আইএসএফ-এর সংযুক্ত মোর্চা। সাম্প্রতিক সময়ে বাম কংগ্রেস বিভিন্ন আন্দোলনে একসঙ্গে থাকলেও এবার প্রথম আইএসএফ সহ এই নির্বাচনী জোট রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলের অংশীদার হল। উল্লেখযোগ্য ভাবে গত ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে অংশ নেবার পর এদিনের মিছিলেও পা মেলালো আইএসএফ।
এদিন কলকাতার এন্টালী মার্কেট থেকে এই মিছিল শুরু হয়ে মহাজাতি সদনে এসে মিছিল শেষ হয়। মিছিলে বামফ্রন্টের পক্ষ থেকে সিপিআই(এম), সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস ও আইএসএফ-এর শীর্ষ নেতৃত্ব। মিছিলে ছিলেন বিমান বসু, রবীন দেব, সুজন চক্রবর্তী, আবদুল মান্নান, নরেন চ্যাটার্জি, মনোজ ভট্টাচার্য, প্রবীর দেব প্রমুখ।
অন্যদিকে এদিনই সিউড়িতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বাম কংগ্রেস আই এস এফ-এর ডাকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলের শেষে সিপিআই(এম) বীরভূম জেলা সম্পাদক মনসা হাঁসদা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
