তৃণমূলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল হ্যাক করে ক্রিপ্টো সংস্থার নাম, বদলে দেওয়া হল ছবিও

হ্যাকিং-এর পর প্রোফাইলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে - "Yuga Labs", যা একটি ক্রিপ্টো কোম্পানির নাম বলে মনে হচ্ছে।
হ্যাক করা হলো তৃণমূলের টুইটার হ্যান্ডেল
হ্যাক করা হলো তৃণমূলের টুইটার হ্যান্ডেল

হ্যাক করা হল তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। অ্যাকাউন্টের নাম এবং ছবিও পরিবর্তন করা হয়েছে।

হ্যাকিং-এর পর প্রোফাইলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে - "Yuga Labs", যা একটি ক্রিপ্টো কোম্পানির নাম বলে মনে হচ্ছে।

 প্রোফাইলের ছবিও পালটে দেওয়া হয়েছে। যেখানে আগে তৃণমূলের প্রতীক ঘাস্ফুলের ছবি ছিল, তার জায়গায় "Y" এবং "L" অক্ষরের সংমিশ্রণে একটি প্রতীকী ছবি ব্যবহার করাহয়েছে।

যদিও অ্যাকাউন্টির "ব্লু টিক" এখনও বহাল আছে।

টুইটার হ্যান্ডেল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সদস্য ডেরেক ও'ব্রায়েন। তিনি জানিয়েছেন, অ্যাকাউন্টটিকে তার আসল ফর্ম্যাটে ফিরিয়ে আনতে টুইটার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।

হ্যাকিংয়ের পর নতুন কোনো টুইট পোস্ট করা হয়নি। তবে, নন-ফাঞ্জিবল টোকেন (NFTs) সম্পর্কিত কিছু টুইটের উত্তর পোস্ট করা হয়েছে অ্যাকাউন্ট থেকে।

দলীয় সূত্রে খবর, হ্যাকিংএর বিষয়টি আজ সকালে নেতাদের নজরে আসে। তাঁদের অনুমান, সোমবার গভীর রাতে হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in