
শহরের যানজট এড়াতে মেট্রোর বিকল্প হয় না। খুব অল্প সময়ে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। বিশেষ করে অফিস যাত্রীদের জন্য মেট্রো হল সবচেয়ে গুরুত্বপূর্ণ যান। আর ভাড়াও মধ্যবিত্তের নাগালের মধ্যে। তবে কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য এবার কিছুটা খারাপ খবর। মঙ্গলবার অর্থাৎ ১০ ডিসেম্বর থেকে বাড়ছে মেট্রোর ভাড়া।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রাত ১০ টার পর শুরু হয়েছে মেট্রো পরিষেবা। কিন্তু তাতে যাত্রীর সংখ্যা অত্যন্ত কম। আর যার ফলে লোকসান হচ্ছে মেট্রোর। আর সেই কারণেই শেষ মেট্রো অর্থাৎ যেটি রাত ১০ টা ৪০ মিনিট নাগাদ ছাড়া হয় তার ভাড়া ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
জানা যাচ্ছে, ১০ ডিসেম্বর থেকে এই নয়া ভাড়া কার্যকর হবে। কবি সুভাষ এবং দমদম থেকে ছাড়া শেষ মেট্রোতে উঠতে গেলে ১০ টাকা বর্ধিত ভাড়া দিতে হবে। অর্থাৎ ১৫, ২০, ২৫ যা ভাড়া লাগুক, তার সঙ্গে ১০ টাকা বেশি দিতে হবে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালাতে হয়েছে। কিন্তু রাতের মেট্রোতে যাত্রী সংখ্যা অত্যন্ত কম। যার ফলে বাড়ছে অন্যান্য খরচ। সেই কারণেই দশ টাকা বৃদ্ধি হচ্ছে ভাড়া। ফলে এবার থেকে রাতের মেট্রোর যাত্রীদের ১০ টাকা বর্ধিত ভাড়া গুণতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন