

আর জি করে চলবে চিকিৎসকদের কর্মবিরতি। শুক্রবার সন্ধ্যায় সিবিআই দফতর থেকে বেরিয়ে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দেন, আপাতত কাজে ফিরছেন না তাঁরা। কর্মবিরতি যেমন চলছিল, তেমন চলবে।
আর জি কাণ্ডে গত ১৪ আগষ্ট সিবিআইকে তদন্তভার দেয় আদালত। প্রায় ১০ দিন কেটে গেছে এরপর থেকে। শুক্রবার তদন্তের গতিপ্রকৃতি জানতে সিজিওতে যায় চিকিৎসকদের প্রতিনিধি দল। কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া, এই মামলার তদন্ত আদালতের নজরদারিতে হচ্ছে। বিষয়টি বিচারাধীন। তাই এই বিষয়ে কিছু জানানো যাবে না। উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রতিবাদে চার দফা দাবি রেখেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। সেই দাবির মধ্যে একটি দাবি ছিল, নিয়মিত তদন্তের গতিপ্রকৃতি জানাতে হবে আর জি করের আন্দোলনকারী চিকিৎসকদের।
এদিন সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল জানিয়ে দেয়, আপাতত কাজে ফিরছেন না তাঁরা। কর্মবিরতি যেমন চলছিল, তেমন চলবে।
অন্যদিকে, বৃহস্পতিবার এই মামলার শুনানিতে চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানান তিনি। প্রধান বিচারপতির আবেদনের পর দিল্লি এবং কল্যাণী এইমসের চিকিৎসকরা কর্মবিরতি তুলে কাজে ফিরেছেন। কিন্তু আর জি করের কর্মবিরতি এখনও জারি।
অন্যদিকে, শুক্রবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমও রাজ্যের আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিরাপত্তার ব্যবস্থা করেছি। আন্দোলনকারীদের সমস্ত শর্তও মেনে নিয়েছি। এ বার তাঁরা পরিষেবা দেওয়ার কাজ শুরু করুন।“ তবে আর জি করের আন্দোলনকারীরা আপাতত সেই অনুরোধে সাড়া দেননি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন