Junior Doctors Protest: মঙ্গলবারের মহামিছিলের অনুমতি দিল না পুলিশ, পাল্টা চিঠি জুনিয়র চিকিৎসকদের

People's Reporter: পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যে রাস্তা দিয়ে মিছিল যাওয়ার কথা সেই রাস্তায় কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ারের মতো বড়ো পুজো রয়েছে। সেখানে মিছিল হলে বাড়তে পারে যানজট।
ধর্মতলায় অবস্থানে জুনিয়র চিকিৎসকরা
ধর্মতলায় অবস্থানে জুনিয়র চিকিৎসকরা নিজস্ব চিত্র
Published on

পঞ্চমীর দিন অর্থাৎ মঙ্গলবার বিকালে মহামিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু সেই মিছিলের অনুমতি দিল না পুলিশ। সোমবার গভীর রাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে ইমেল করে এই কথা জানানো হয়। পাল্টা জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ইমেল করা হয়। এদিন প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস।

সোমবার গভীর রাতে পুলিশের পক্ষ থেকে পাঠানো ইমেলে জানানো হয়, যে রাস্তা দিয়ে মিছিল যাওয়ার কথা সেই রাস্তায় কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ারের মতো বড়ো পুজো রয়েছে। তাই ভিড় হতে পারে। সেখানে মিছিল হলে বাড়তে পারে যানজট। সেকারণে পুলিশ জুনিয়র চিকিৎসকদের আবেদন খারিজ করে দিয়েছে।

পুলিশের এই ইমেলের পর পাল্টা ইমেল পাঠানো হয় জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। চিকিৎসকদের দাবি, তাঁরা যে রাস্তা দিয়ে মিছিল করতে চাইছেন, সেখানে কোনও বড় পূজা নেই। যে পুজোর কথা বারবার উঠে আসছে, সেই সন্তোষ মিত্র স্কোয়ারের কাছ দিয়ে যাবেন না চিকিৎসকরা।

অন্যদিকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের জন্য নিয়ে আসা জলের গাড়ি ধর্নামঞ্চে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ধর্মতলায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ বচসার পর জলের গাড়ি ছাড়ে পুলিশ। এর আগে বায়ো টয়লেট বসাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

উল্লেখ্য, শনিবার রাত থেকে ১০ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন সাত জন জুনিয়র চিকিৎসক। সোমবার মহামিছিল কর্মসূচী ঘোষণা করে জয়েন্ট ডক্টরস ফ্রন্ট। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে থেকে কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়ার কথা এই মিছিলের। শেষ হবে ধর্মতলা অনশন মঞ্চে। এই মিছিলে সাধারণ মানুষদেরও পা মেলানোর আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

ধর্মতলায় অবস্থানে জুনিয়র চিকিৎসকরা
RG Kar Protest: পুজো দেখতে বেরিয়ে অনশন মঞ্চ থেকে একবার ঘুরে আসুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in