

ঈদের জন্য মেট্রো চলাচলে পরিবর্তনে আনলো কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুটি রুটে মেট্রোর সংখ্যা কম কড়া হয়েছে এবং অন্য একটি রুট সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। ফলে সমস্যায় পড়তে পারেন সাধারণ যাত্রীরা।
১১ এপ্রিল অর্থাৎ আগামীকালের জন্য মেট্রো পরিষেবা ঠিক কী হতে চলেছে তা নিয়ে বিবৃতি জারি করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তাদের তরফ থেকে বলা হয়েছে, পার্পল লাইনে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। গ্রিন লাইন অর্থাৎ এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত ১৩০টির পরিবর্তে ১২২টি মেট্রো চলবে। অন্য একটি গ্রিন লাইন যেটি সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলাচল করে সেই রুটে ১৬টি মেট্রো কম চলবে। অর্থাৎ ১০৬টির পরিবর্তে চলবে ৯০টি।
মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (ব্লু লাইন) পর্যন্ত ২৮৮টি মেট্রোর বদলে ২৩৪টি মেট্রো চলবে। রুটগুলির প্রথম ও শেষ মেট্রোর সময়ের কোনো পরিবর্তন করা হয়নি।
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই মেট্রো চলবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন