Junior Doctors Protest: ১০ দফা দাবিতে এবার 'গণস্বাক্ষর' কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের

People's Reporter: উল্টোডাঙা, গড়িয়াহাট, সোদপুর এবং শ্যামবাজারে সই সংগ্রহ করছেন জুনিয়র চিকিৎসকরা।
Junior Doctors Protest: ১০ দফা দাবিতে এবার 'গণস্বাক্ষর' কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের
ছবি - সংগৃহীত
Published on

১৪ দিনে পড়েছে জুনিয়র চিকিৎসকদের অনশন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। তা সত্ত্বেও ১০ দফা দাবি নিয়ে নিজেদের অবস্থানে অনড় চিকিৎসকরা। এবার রাজ্য সরকারের উপর আরও চাপ বাড়াতে গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করেছে তারা।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই কর্মসূচি। বুধবার কলকাতা মেডিক্যাল কলেজে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। সেখানেই ঠিক হয় গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। আজ ধর্মতলার অনশন মঞ্চ থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। চারটি জায়গায় এই কর্মসূচি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।

উল্টোডাঙা, গড়িয়াহাট, সোদপুর এবং শ্যামবাজারে সই সংগ্রহ করছেন জুনিয়র চিকিৎসকরা। চারটি গাড়ি করে তাঁরা কর্মসূচি পালন করছেন। চিকিৎসকদের ১০ দফা দাবি খতিয়ে দেখে সই করতে পারবেন সাধারণ জনগণ।

জুনিয়র চিকিৎসক সূত্রে খবর, শুধু শহরে নয় জেলায় জেলায় গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। জেলার জুনিয়র চিকিৎসকরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

পাশাপাশি জুনিয়র ডাক্তাররা জানান, অনশন, গণস্বাক্ষরের মধ্য দিয়ে তাঁদের আন্দোলন থেমে থাকবে না। আগামীদিনে নতুন নতুন কর্মসূচিকে হাতিয়ার করে আরজি কর কাণ্ডের প্রতিবাদকে আরও তীব্র থেকে তীব্রতর করে তুলবেন তাঁরা।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in