BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ ফাইল ছবি সংগৃহীত
Published on

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যেয় কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার জেরে ১৫ এপ্রিল সন্ধ্যে ৭টা থেকে ১৬ এপ্রিল সন্ধ্যে ৭টা পর্যন্ত কোনো নির্বাচনী প্রচার করতে পারবেন না দিলীপ ঘোষ।

কমিশনের নির্দেশে বলা হয়েছে গত ১৩ এপ্রিল নির্বাচনী প্রচারে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। এই বিষয়ে দিলীপ ঘোষকে বুধবার সকাল ১০টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছিলো। যে উত্তর কমিশনের সন্তোষজনক মনে হয়নি।

কমিশন আরো জানিয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচনী আচরণবিধির পার্ট ১-এর ধারা ১ এবং ৪ লঙ্ঘন করেছেন এবং প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন। যে বক্তব্যের ফলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এবং নির্বাচন প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে।

দিলীপ ঘোষ ছাড়াও কমিশনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে অপর বিজেপি নেতা সায়ন্তন বসুকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে কমিশনের কাছে উত্তর পাঠাতে হবে। তাঁর মন্তব্যেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে করছে কমিশন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in