নিহত মইদুল ইসলাম মিদ্যা ও নিখোঁজ দীপক পাঁজা
নিহত মইদুল ইসলাম মিদ্যা ও নিখোঁজ দীপক পাঁজাছবি সংগৃহীত

নিখোঁজ দীপক পাঁজা সম্পর্কে রিপোর্ট জমা দেবার নির্দেশ আদালতের

এখনও খোঁজ নেই পাঁশকুড়ার দীপক কুমার পাঁজার। তাঁর খবর জানতে কলকাতা পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট।
Published on

বাম যুব-ছাত্রদের নবান্ন অভিযান হয়েছে গত ১১ ফেব্রুয়ারি। তারপর কেটে গিয়েছে ১৫ দিনের বেশি সময়। কিন্তু এখনও খোঁজ নেই পাঁশকুড়ার দীপক কুমার পাঁজার। তাঁর খবর জানতে কলকাতা পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট। ওইদিন নিহত ডিওয়াইএফআই কর্মী মইদুল মিদ্দার মৃত্যুর তদন্তের অগ্রগতি জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়ে পাঠানো হয়েছে।

দীপক পাঁজা নিখোঁজের ঘটনায় কলকাতা হাইকোর্টে হেবিয়াস করপাস মামলার শুনানি হচ্ছে। মঙ্গলবার শুনানির পর হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নিখোঁজ দীপক পাঁজার ব্যাপারে কলকাতা পুলিশ হলফনামা আকারে রিপোর্ট কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে জমা দেবেন।

মইদুল মিদ্দার মৃত্যুর ঘটনায় রাজ্য তড়িঘড়ি কলকাতা পুলিশের বিশেষ কমিশনার দময়ন্তী সেনের নেতৃত্বের সিট গঠন করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সিটকে রিপোর্ট দিতে বলা হয়েছে। আগামী ৮ মার্চ দুটি ঘটনারই রিপোর্ট দিতে হবে।

বাম ছাত্র, যুব সবাই নিহত মইদুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। রাজ্য তাঁর স্ত্রীকে অস্থায়ী হোমগার্ডের চাকরি দিয়ে পুলিশকে আড়াল করছে বলে অভিযোগ উঠেছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in