রাজ্য বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী - রাস্তা, চাকরি, বিনামূল্যে রেশন, কৃষকদের অনুদান সহ একাধিক ঘোষণা

বাজেট পশ করার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাজেট পশ করার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি এআইটিসি ফেসবুক পেজের সৌজন্যে

রাজ‍্য বিধানসভায় পেশ হলো রাজ‍্য বাজেট। প্রথা ভেঙে এই প্রথম বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় স্পিকার বিমান বন্দ‍্যোপাধ‍্যায় ও রাজ‍্যপাল জগদীপ ধনখড়ের অনুমতি নিয়ে বাজেট পেশ করেছেন তিনি। যদিও এই বাজেট বক্তৃতা বয়কট করেছেন বাম-কংগ্রেস বিধায়করা। বাজেট পেশের আগে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করাও। পরে তাঁরাও ওয়াক আউট করেন।

এদিন বাজেটের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক নজরে রাজ‍্য বাজেটের হাইলাইটস:

  • পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি। বেতন বৃদ্ধির জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা।

  • ৬০ বছরের ঊর্ধ্বদের জন্য পেনশন দেবে সরকার। বরাদ্দ ১ হাজার কোটি টাকা।

  • আগামী ৩ বছরে পুলিশ-প্রশাসনে সমস্ত শূন্যপদ নিয়োগ হবে। কলকাতা পুলিশে নেতাজি ব‍্যাটালিয়ন নামে নতুন ব‍্যাটালিয়ন হবে। বরাদ্দ ১০ কোটি‌।

  • যুবশক্তি নামে নতুন প্রকল্পে যুবকদের ইন্টার্ন হিসেবে নেওয়া হবে। ইন্টার্নশিপ শেষে চাকরি দেওয়া হবে।

  • ১০ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হবে। মাতৃবন্দনা নামে নতুন কর্মসূচির মাধ্যমে ২৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে।

  • আগামী ৫ বছরে ৪৬ হাজার কিমি নতুন গ্রামীণ রাস্তা হবে। ১০ হাজার কিমি রাস্তা সংস্কার করা হবে।

  • রুবি-কালিকাপুর, উল্টোডাঙা-পোস্ত বাজার, চিংড়িঘাটা-নিউটাউন, পাইকপাড়া-শিয়ালদহ পর্যন্ত উড়ালপুল হবে। বরাদ্দ ২,৫৭৫ কোটি টাকা। পাকসার্কাসে স্কাইওয়াক হবে।

  • নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে নিউটাউনে স্মারক স্থাপন করা হবে। প্রতি জেলায় জয় হিন্দ ভবন স্থাপন‌করা হবে। নেতাজি যোজনা কমিশন তৈরি করা হয়েছে, বরাদ্দ ৫০০ কোটি টাকা।

  • প্রতি তিন‌বছর অন্তর স্বাস্থ্যসাথীর কার্ড রিনিউ করা যাবে। এর জন্য বরাদ্দ দেড় হাজার কোটি টাকা। প্রতি বছর দুবার দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্প হবে।

  • ২০২১ সালের জুন মাসের পরেও চালু থাকবে বিনামূল্যে রেশন ব‍্যবস্থা।

  • মাদ্রাসাগুলিতে আর্থিক সহায়তার জন্য আগামী অর্থবর্ষে ৫০ কোটি টাকা বরাদ্দ।

  • তফশিলি জাতি-উপজাতি-আদিবাসীদের জন্য ১০০টি ইংরেজি মাধ্যম স্কুল করা হবে, বরাদ্দ ৫০ কোটি টাকা। অলচিকি ভাষার জন্য ১৫০০টি স্কুল করা হবে, বরাদ্দ ১০০ কোটি টাকা।

  • সেচের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ।

  • অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে, বরাদ্দ ১৫০ কোটি টাকা।

  • কৃষকবন্ধু প্রকল্পে একর পিছু অনুদান আগামী খারিফ মরসুমের জন্য ৫০০০ থেকে বাড়িয়ে ৬০০০ করা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in