Primary TET: পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালালো CBI

আজ সকাল থেকেই ম্যারাথন তল্লাশিতে নেমেছেন সিবিআই-র গোয়েন্দারা। প্রায় ৫০-৬০ জন সিবিআই আধিকারিক গোটা শহরের মোট ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন।
Primary TET: পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালালো CBI
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

প্রাথমিক টেট মামলায় শহর জুড়ে শুরু হয়েছে সিবিআই-র তল্লাশি অভিযান। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ১০ জন আধিকারিক।

আদালতের নির্দেশের পর এই প্রথম প্রাথমিক টেট দুর্নীতিতে তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। বৃহস্পতিবার, মানিক ভট্টাচার্যের যাদবপুরের দুটি বাড়িতে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তীর বাগচীর বাড়িতেও চলল সিবিআই-র তল্লাশি। এর পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই আধিকারিকরা। প্রায় সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি অভিযান চলেছে।

হাইকোর্টের নির্দেশেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগে থেকেই এই তদন্তের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশে আরও বলা হয়েছিল যে, প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।

সিবিআই-র টিম আগে থেকেই মানিক ভট্টাচার্যের বাড়িতে ছিলেন। বাকি দুজন অফিসার পরে গিয়েছেন। আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও মানিক ভট্টাচার্য সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন। আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই।

আজ সকাল থেকেই ম্যারাথন তল্লাশিতে নেমেছেন সিবিআই-র গোয়েন্দারা। প্রায় ৫০-৬০ জন সিবিআই আধিকারিক গোটা শহরের মোট ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন। এমনকি মানিক ভট্টাচার্যের একটি বাড়িতে সেন্ট্রাল ফোর্স নিয়ে গেছে গোয়েন্দা আধিকারিকরা।

সিবিআই সূত্রের খবর, মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক নথি উঠে এসেছে সিবিআই-র হাতে। এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের দুটি আলমারির চাবি বানানোর জন্য চাবির লোককেও ডাকা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে বেনিয়মের অভিযোগগুলি উঠেছে, সে ব্যাপারে ঠিক কী কী তথ্য আছে সেটাই খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Primary TET: পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালালো CBI
শিক্ষার পর স্বাস্থ্য, মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগে দুর্নীতি! আদালতের নির্দেশে গঠিত হল কমিটি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in