
২৪ ঘণ্টার বেশি সময় ধরে নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ীতে অবস্থান-আন্দোলন ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে লাগাতার আন্দোলন অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। এহেন পরিস্থিতিতে প্রতিক্রিয়া দিলেন বাম নেতা সুজন চক্রবর্তী।
মঙ্গলবার সুজন চক্রবর্তী বলেন, কেউ তো আর শখ করে, ২২ -২৪ ঘন্টা ধরে রাস্তায় বসে থাকে না ! বসে থাকে তখন, যখন বোঝে, তাঁদের হকের চাকরিটাকে কার্যত, আরেকবার প্রতারিত করার চেষ্টা করা হচ্ছে। তখন তাঁরা রাস্তায় বসে। আর এটা কোর্টের বিষয় নয়।
তিনি আরও বলেন, কোর্ট বলেছে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, যে নিয়োগ বেআইনি হয়েছে, তাকে খারিজ করো। সমাধান একটাই, ১ লক্ষের উপরে শূন্য পদ, প্রাথমিক শিক্ষায়। শিক্ষামন্ত্রী নিজেই মার্চ মাসে বিধানসভায় জানিয়েছেন। তবে সেই চাকরির বন্দোবস্ত কীভাবে হবে, সেটা না করে সরকার কী করে, সরকার কী করল, চট করে বলে দিল ১১ হাজার!“
সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্যের প্রশ্ন - সরকার কী আদৌ এই সমস্যার সমাধান করতে চায়?
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন