Abhijit Ganguly: প্রচারে সমস্যা হচ্ছে - FIR খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গাঙ্গুলি

People's Reporter: গত ৪ মে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। ওই মিছিল তমলুক হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের অনশনমঞ্চের কাছে পৌঁছতেই গন্ডগোল শুরু হয়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়গ্রাফিক্স - নিজস্ব

নিজের বিরুদ্ধে থাকা এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। জানা গেছে, মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে।

গত ৪ মে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে খুনের চেষ্টা, ভাঙচুর এবং হামলা সহ একাধিক অভিযোগে মামলা রজু হয়। পাশাপাশি, প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রজু করা হয়েছে। মামলা দায়ের হওয়ার ফলে প্রচারে সমস্যা হচ্ছে বিজেপি প্রার্থীর। সেই কারণেই এফআইআর খারিজের আর্জি জানিয়েছেন তিনি।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছিলেন এসএসসি মামলায় চাকরিহারাদের একাংশ। আদালত সূত্রে খবর, সেই এফআইআর খারিজের আর্জি জানিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ।

প্রসঙ্গত, গত ৪ মে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। ওই মিছিল তমলুক হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের অনশনমঞ্চের কাছে পৌঁছতেই গন্ডগোল শুরু হয়। দুপক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির অভিযোগ, মিছিল যাওয়ার সময় অভিজিৎ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে ‘চোর-চোর’ স্লোগান তোলা হয়। 

অন্যদিকে, চাকরিহারাদের অভিযোগ ছিল মিছিল থেকে বেশ কয়েকজন তাঁদের দিকে জুতো হাতে নিতে তেড়ে আসে। মঞ্চের চেয়ার ভাঙচুরের পাশাপাশি তাঁদের উদ্দেশ্যে ইট-পাটকেলও ছোড়া হয়। ওই ঘটনায় অনশনমঞ্চে উপস্থিত একাধিক চাকরিহারা শিক্ষক আহত হন বলে অভিযোগ। এর পরেই অভিজিৎ-সহ বেশ কয়েক জন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
প্রিসাইডিংয়ের সামনেই দেদার ছাপ্পা তৃণমূল এজেন্টের! সালারে কংগ্রেসের অভিযোগে সরানো হলো অফিসারকে
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Lok Sabha Polls 24: বিকাল ৫টা পর্যন্ত রাজ্য ভোটদানের হার ৭৫.৬৬ শতাংশ, শীর্ষে বোলপুর
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Calcutta High Court: নিউটাউনে হিডকোর জমিতে তৃণমূলের কার্যালয়! ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in