
প্রতিবাদ মিছিল থেকে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে দুই তরুণীকে গ্রেফতার মামলায় স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। সোমবারের শুনানিতে সেই নির্দেশ বহাল রেখে রাজ্য পুলিশকে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করতে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। সিটের তদন্তের উপর নজর রাখবে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্য পুলিশ ব্যর্থ হলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপি আয়োজিত এক মিছিল থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর ৭ সেপ্টেম্বর নিমতা থেকে ওই দুই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির পর পুলিশের বিরুদ্ধে জেলে মারধরের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ওই দুই তরুণী। হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ শুনানিতে এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেন।
পরে মামলাটি যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখে। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। কলকাতা হাইকোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।
সোমবার ফের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। শুনানিতে আগের রায় বহাল রেখেই রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে শীর্ষ আদালত। আইপিএস অফিসার আকাশ মাখারিয়ার নেতৃত্বাধীন তিন সদস্যের সেই দলে রয়েছেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙালিয়া এবং হাওড়া ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার আইপিএস সুজাতা কুমারী বীণাপানি। বিচারপতি জানিয়েছেন, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে সিটকে। অভিযোগকারিণী দুই মহিলাকে পর্যাপ্ত নিরাপত্তাও দিতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন