CBI দফতরে হাজিরা, না হলে পার্থ চট্টোপাধ্যায়কে গেপ্তারের নির্দেশ হাইকোর্টের

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপারিশ করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর। স্বচ্ছ সমাজ গঠনের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানিয়েছেন বিচারপতি।
CBI দফতরে হাজিরা, না হলে পার্থ চট্টোপাধ্যায়কে গেপ্তারের নির্দেশ হাইকোর্টের
গ্রাফিক্স- নিজস্ব

ডিভিশন বেঞ্চের রায়ের পরই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ সন্ধ্যা ৬ টার মধ্যেই নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। হাজিরা না দিলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে আদালত।

এসএসসি দুর্নীতির ৭টি মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের যে রায়গুলো বহাল রেখেছে তার মধ্যে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ। সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আজ ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখার নির্দেশ দেওয়ার পরই পার্থ চট্টোপাধ্যায়কে ফের সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। পাশাপাশি সুপারিশ কমিটির পাঁচ সদস্যকেও আজ বিকেল ৪টের মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপারিশ করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর। স্বচ্ছ সমাজ গঠনের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানিয়েছেন বিচারপতি।

এর আগে গত ১২ এপ্রিল পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের একক বেঞ্চ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in