SSC Scam: ২ দিন পর শর্তসাপেক্ষ ঘেরাও মুক্ত এসএসসি চেয়ারম্যান! 'ধর্ণা চলবে' - জানালেন আন্দোলনকারীরা

People's Reporter: বুধবার কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়ে মামলা রয়েছে। সেখানে হাজিরা থাকার কথা রয়েছে এসএসসি চেয়ারম্যানের।
SSC Scam: ২ দিন পর শর্তসাপেক্ষ ঘেরাও মুক্ত এসএসসি চেয়ারম্যান! 'ধর্ণা চলবে' - জানালেন আন্দোলনকারীরা
প্রতীকী ছবি
Published on

অবশেষে ২ দিন পর আন্দোলনরত চাকরিহারাদের ঘেরাও মুক্ত হলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বুধবার কলকাতা হাইকোর্টে মামলা রয়েছে। সেখানে সশরীরে উপস্থিত থাকার কথা এসএসসি চেয়ারম্যানের। সেকারণে এদিন সকালে তাঁকে শর্তসাপেক্ষ ঘেরাও মুক্ত করা হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, ধর্ণা জারি থাকবে।

যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে সোমবার দুপুর থেকে এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন আন্দোলনরত চাকরিহারারা। এদিন থেকেই আচার্য ভবনে নিজেদের দপ্তরে ঘেরাও হয়ে ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। আন্দোলনকারীদের দাবি, যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, নয়ত ধর্ণা চলবে।

মঙ্গলবারেও চেয়ারম্যান আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। দফায় দফায় বৈঠক করেন তাঁরা। তবুও মেলেনি কোনও রফাসূত্র। অন্যদিকে, বুধবার কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়ে মামলা রয়েছে। সেখানে হাজিরা থাকার কথা রয়েছে এসএসসি চেয়ারম্যানের। এই নিয়ে জটিলতার মাঝে বুধবার সকালে ঘেরাও মুক্ত করা হল চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে।

আন্দোলনকারীদের বক্তব্য, ‘‘বুধবার হাই কোর্টে মামলা রয়েছে। সেখানে চেয়ারম্যানকে সশরীরে হাজির থাকতে হবে। তাই শর্তসাপেক্ষে ওঁকে ছাড়া হচ্ছে। শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে রিভিউ পিটিশনের আগে তালিকা দেবেন না। সে নিয়ে আমরা তাঁর কাছেই জবাব চাইব”। তবে আন্দোলনকারীদের দাবি, “২২ লক্ষ ওএমআর শিট প্রকাশ করতেই হবে”।  

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in