

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবার দুপুরে তিনি বিধানসভার অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্র অনুসারে, ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই শোভনদের চট্টোপাধ্যায় এই কেন্দ্র থেকে ইস্তফা দিলেন।
রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্র রাসবিহারীর পরিবর্তে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে নিজের কেন্দ্র ভবানীপুর ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে। ভবানীপুর কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে পরাজিত করলেও নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা ব্যানার্জি। নিয়ম অনুসারে আগামী ৬ মাসের মধ্যে রাজ্যের কোনো কেন্দ্র থেকে তাঁকে নির্বাচিত হতে হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন